ক্যানিংয়ে বেপরোয়া বাইকের ধাক্কায় সিভিক ভলান্টিয়রের মর্মান্তিক মৃত্যু

ক্যানিংয়ে বেপরোয়া বাইকের ধাক্কায় সিভিক ভলান্টিয়রের মর্মান্তিক মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দক্ষিন 24 পরগণা – শনিবার রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক সিভিক ভলান্টিয়রের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার ধলীরবাটি মোড় এলাকায়। মৃতের নাম তাজউদ্দিন লস্কর (৩৫)। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে তাজউদ্দিন নিজের মোটরবাইকে ধলীরবাটি মোড় থেকে ক্যানিংয়ের দিকে ফিরছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা এক বেপরোয়া গতির বাইক সজোরে ধাক্কা মারে তাঁকে।

ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে তাজউদ্দিন প্রায় ১০০ মিটার দূরে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই শোরগোল পড়ে যায়। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ — চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর ছড়াতেই হাসপাতালে ছুটে আসে তাঁর পরিবার ও সহকর্মীরা।

তাজউদ্দিনের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মহলে ও এলাকায়। স্থানীয়রা বলছেন, তিনি সকলের প্রিয়, পরিশ্রমী এবং সাহায্যপ্রবণ মানুষ ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যু কোনওভাবেই মেনে নেওয়া যাচ্ছে না।

সাম্প্রতিক সময়ে ক্যানিং মহকুমা এলাকায় একের পর এক সড়ক দুর্ঘটনায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছেন, কেন বেপরোয়া বাইকচালকদের লাগাম দেওয়া যাচ্ছে না। এলাকার যুবক সুদীপ রায় বলেন, “ওর পা পুরো ভেঙে গিয়েছিল, মুখ থেকেও রক্ত বের হচ্ছিল। আমরা তখনই ওকে টোটোতে করে হাসপাতালে নিয়ে যাই। ওর তখনও জ্ঞান ছিল, কিছু কথা বলেছিল। কিন্তু হাসপাতালে আনার পরেই সব শেষ হয়ে গেল।”

পুলিশ সূত্রে জানা গেছে, পলাতক অভিযুক্ত বাইকচালককে চিহ্নিত করার চেষ্টা চলছে। তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top