ক্যানিং খুন কান্ডে মূল অভিযুক্ত বুলেট গ্রেপ্তার

ক্যানিং খুন কান্ডে মূল অভিযুক্ত বুলেট গ্রেপ্তার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ক্যানিং খুন কান্ডে মূল অভিযুক্ত বুলেট গ্রেপ্তার । ক্যানিং খুন কান্ডে মূল অভিযুক্ত রাফিকুলের আত্মীয় মূর্সেলিম ওরফে বুলেটকে গ্রেপ্তার করা হলো। অস্ত্র পাওয়া গেছে তার কাছ থেকে। ক্যানিং থানার গোপালপুর পঞ্চায়েতের ধর্মতলায় আজ সন্ধ্যায় ক্যানিং ট্রিপল মারডার কেসের মূল অভিযুক্ত রাফিকুল-এর নিজ ভাগ্নে মূর্সেলিম মোল্লা @ বুলেট গ্রেফতার হলো বেআইনী অস্ত্রসহ। গত ৭ জুলাই ঘটে যাওয়া খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে চলছে পুলিশ রেড।

 

গোপন খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ টিম এ এস আই রবিন পাল এবং এ এস আই রাজীব ভট্টাচার্য-এর নেতৃত্বে আজ হানা দেয় ধর্মতলা থেকে বেলেগাছি রাস্তার উপরে। অন্ধকারে নির্দিষ্ট একটি Toto গাড়িকে আটকে তল্লাশি করা হয়। মূর্সেলিম মোল্লা @ বুলেট-র কোমরে গোঁজা একটি লোডেড আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে পুলিশ এবং গ্রেফতার হয় বুলেট ও সাথে Toto-চালক আব্দুল রহমান লশকর।

আরও পড়ুন- আদ্যাপিট মন্দির পরিদর্শনে সুকান্ত মজুমদার

উল্লেখ্য, ক্যানিং খুন কান্ডে মূল অভিযুক্ত রাফিকুলের আত্মীয় মূর্সেলিম ওরফে বুলেটকে গ্রেপ্তার করা হলো। অস্ত্র পাওয়া গেছে তার কাছ থেকে। ক্যানিং থানার গোপালপুর পঞ্চায়েতের ধর্মতলায় আজ সন্ধ্যায় ক্যানিং ট্রিপল মারডার কেসের মূল অভিযুক্ত রাফিকুল-এর নিজ ভাগ্নে মূর্সেলিম মোল্লা @ বুলেট গ্রেফতার হলো বেআইনী অস্ত্রসহ। গত ৭ জুলাই ঘটে যাওয়া খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে চলছে পুলিশ রেড।

 

গোপন খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ টিম এ এস আই রবিন পাল এবং এ এস আই রাজীব ভট্টাচার্য-এর নেতৃত্বে আজ হানা দেয় ধর্মতলা থেকে বেলেগাছি রাস্তার উপরে। অন্ধকারে নির্দিষ্ট একটি Toto গাড়িকে আটকে তল্লাশি করা হয়। মূর্সেলিম মোল্লা @ বুলেট-র কোমরে গোঁজা একটি লোডেড আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে পুলিশ এবং গ্রেফতার হয় বুলেট ও সাথে Toto-চালক আব্দুল রহমান লশকর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top