দক্ষিণ ২৪পরগণা,ক্যানিং:- ক্যানিং থানার আই সি আতিবুর রহমানের বদলির প্রতিবাদে থানার সামনে ধর্না মহিলাদের। আই সির বদলি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন শতাধিক মহিলা।

তাদের দাবি এই আই সি থাকাকালীন এলাকায় মহিলাদের সুরক্ষা নিশ্চিত হয়েছিল। মাত্র নয় মাসের মধ্যেই তার বদলির নির্দেশ হওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। প্রসঙ্গত গত দিন চারেক আগে আই সির বদলির নির্দেশ বেরিয়েছে।