নিজস্ব সংবাদদাতা,দঃ ২৪ পরগনা ,৯ ই আগস্ট : ক্যানিং মহকুমা হাসপাতাল থেকে এক গর্ভবতী মহিলা নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজের পরিবারের দাবী তাকে পাচার করা হয়েছ।
আর এই পাচারের কাজে হাসপাতালে থাকা কিছু দালাল জড়িত রয়েছে বলেই বুধবার ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।