সরকারি ক্যানেলের মাটি চুরির প্রতিবাদ, পাঁচখুরি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষদের্যে নড়বড়ে সেতু দিয়ে ১০/১২ টনের ভারী গাড়ি চলাচল করতে পারে সেই সেতু দিয়ে ৬০/৭০ টনের মালবাহী গাড়ি নিয়ে যাওয়ার সময় তাঁরা বাধা দেন। শুক্রবার জলসেচ দপ্তরের নির্বাহী বাস্তুকার কে স্মারকলিপি দিয়ে স্থানীয় দুলাল সাউ , নিমাই সাউ , গোপাল সরেন , লক্ষণ টুডু অভিযোগ করেন , বেশ কিছুদিন ধরেই সুকুমার সিং ,গণেশ পন্ডা মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি খালের মাটি কেটে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করছেন । এর ফলে খালের ক্ষতি হচ্ছে। চাষ যোগ্য জমি ভরাট করে দেওয়া হচ্ছে।
পাশের আর একটি খালের মাটি কেটে নেওয়া হচ্ছে। এখানে খালের উপর নড়বড়ে সেতু রয়েছে। যার উপর দিয়ে ভারী যানবাহন নিয়ে যাওয়া হচ্ছে। এদিন দুপুরে তাঁরা একটি ট্রাক আটকে বিক্ষোভ দেখান। পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয়। তাদের দাবি বিষয়টি গুরুত্ব দিয়ে না দেখলে ওই এলাকার বাসিন্দারা চরম সঙ্কটের মধ্যে পড়বেন। যদি প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিনে লাগাতার আন্দোলন সংগঠিত করা হবে বলে তারা জানান। প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের দাবি মেনে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয় বলে জানা যায়।
আরও পড়ুন বসিরহাটের ইছামতি পাড়ে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা
উল্লেখ্য, যে নড়বড়ে সেতু দিয়ে ১০/১২ টনের ভারী গাড়ি চলাচল করতে পারে সেই সেতু দিয়ে ৬০/৭০ টনের মালবাহী গাড়ি নিয়ে যাওয়ার সময় তাঁরা বাধা দেন। শুক্রবার জলসেচ দপ্তরের নির্বাহী বাস্তুকার কে স্মারকলিপি দিয়ে স্থানীয় দুলাল সাউ , নিমাই সাউ , গোপাল সরেন , লক্ষণ টুডু অভিযোগ করেন , বেশ কিছুদিন ধরেই সুকুমার সিং ,গণেশ পন্ডা মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি খালের মাটি কেটে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করছেন । এর ফলে খালের ক্ষতি হচ্ছে। চাষ যোগ্য জমি ভরাট করে দেওয়া হচ্ছে।
পাশের আর একটি খালের মাটি কেটে নেওয়া হচ্ছে। এখানে খালের উপর নড়বড়ে সেতু রয়েছে। যার উপর দিয়ে ভারী যানবাহন নিয়ে যাওয়া হচ্ছে। এদিন দুপুরে তাঁরা একটি ট্রাক আটকে বিক্ষোভ দেখান। পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয়। তাদের দাবি বিষয়টি গুরুত্ব দিয়ে না দেখলে ওই এলাকার বাসিন্দারা চরম সঙ্কটের মধ্যে পড়বেন। যদি প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিনে লাগাতার আন্দোলন সংগঠিত করা হবে বলে তারা জানান। প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের দাবি মেনে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয় বলে জানা যায়।