‘ক্যাপস ক্যাফে’ নিয়ে চাঞ্চল্য: কপিল শর্মার স্বপ্নের প্রজেক্টেই বন্দুকবাজদের হামলা!

‘ক্যাপস ক্যাফে’ নিয়ে চাঞ্চল্য: কপিল শর্মার স্বপ্নের প্রজেক্টেই বন্দুকবাজদের হামলা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বলিউড – ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার নতুন উদ্যোগ ‘ক্যাপস ক্যাফে’ নিয়ে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই এল উদ্বেগজনক খবর। কানাডার এক শহরে সদ্য উদ্বোধন হওয়া এই ক্যাফের সামনে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ছয় রাউন্ড গুলি চালানোর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনাটি ঘটে স্থানীয় সময় রাত প্রায় একটার সময়, যখন ক্যাফেটি বন্ধ ছিল। ফলে কোনও প্রাণহানির খবর নেই। তবে আশেপাশের মানুষজন গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। কানাডিয়ান পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, এবং হামলাকারীদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।

‘ক্যাপস ক্যাফে’ কপিল শর্মা ও তাঁর স্ত্রী গিনির যৌথ উদ্যোগ। সোশ্যাল মিডিয়ায় দুজনেই এই ক্যাফের কথা শেয়ার করলে অনুরাগীদের মধ্যে খুশির হাওয়া বয়ে যায়। কপিলের টিমের তরফ থেকে জানানো হয়েছে, এই ক্যাফে ছিল অভিনেতার বহুদিনের স্বপ্ন। যদিও হামলার সময় কপিল শর্মা কানাডায় উপস্থিত ছিলেন না, তবে এই ঘটনায় তিনি মানসিকভাবে ভীষণভাবে বিচলিত।

উল্লেখ্য, এই প্রথম নয় — কানাডায় ভারতীয় মালিকানাধীন প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলার ঘটনা আগেও ঘটেছে। ফলে এই ঘটনার পেছনে কোনো চক্র বা সঙ্ঘবদ্ধ দুষ্কৃতীদের যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও তদন্ত চলছে।

কমেডির রাজা কপিল শর্মা সম্প্রতি নতুন অবতারে ধরা দিয়েছেন ভক্তদের কাছে। শরীরচর্চা ও স্টাইল বদলে একদম নতুন লুকে ধরা দেওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন— ওজন কমাতে কি তবে তিনি ব্যবহার করেছেন বিতর্কিত ওজেমপিক পদ্ধতি? যদিও এ নিয়ে এখনো মুখ খোলেননি কপিল।

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ এবং চলচ্চিত্র জগতের মাধ্যমে যিনি ইতিমধ্যেই বিশাল জনপ্রিয়তা অর্জন করেছেন, তাঁর এই উদ্যোগেও ছিল দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। কিন্তু সেই স্বপ্নের প্রকল্প ঘিরে এই হামলার ঘটনায় এখন অনুরাগী থেকে শুরু করে ব্যবসায়িক মহলেও দেখা দিয়েছে উদ্বেগ।

পুলিশ ও স্থানীয় প্রশাসন সাধারণ নাগরিকদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। কপিল শর্মা ও তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতি না এলেও, গোটা পরিস্থিতির দিকে দেশজুড়ে নজর রয়েছে কপিল অনুরাগীদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top