ভাইরাল – বিশেষ চাহিদাসম্পন্ন এক ব্যক্তিকে ক্যাব বাইকে রাইড দিতে রাজি হলেন না চালক। ওই ব্যক্তি অভিযোগ করে বলেন, নিজের জন্য ক্যাব বাইক বুক করেছিলেন তিনি। কিন্তু চালক পৌঁছাতেই তাঁকে জিজ্ঞাস করেন, যাত্রী কে? এরপর চালক যখন শোনেন বিশেষ চাহিাদসম্পন্ন ওই ব্যক্তি হলেন আসলে যাত্রী, চালক তখন তাঁকে বাইকে উঠতে দিতে রাজি হননি।এমনকি বারবার ওই ব্যক্তি চালককে অনুরোধ করলেও তিনি মুখ ফিরিয়ে চলে যান।
এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়ে মর্মাহত বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি। ভিডিও শেয়ার করে তাঁর সঙ্গে হওয়া ঘটনা নিয়ে মুখ খুলেছেন ওই ব্যক্তি। ওই ভিডিওটিতে তিনি জানান, বিশেষ চাহিদাসম্পন্ন হওয়ায় ওই ব্যাক্তিকে বাইকে ওঠাতে চাননি চালক। তাঁকে দেখা মাত্রই রাইড দিতে পারবেন না বলে নিষেধ করে দেন ক্যাব চালক। ওই ব্যক্তি আরও জানান, অ্যাপে লোকেশন উল্লেখ থাকা সত্বেও চালক তাঁকে দেখে ইচ্ছে করে গন্তব্যের জায়গা সম্পর্কে জিজ্ঞাস করেন। যথারীতি তার উত্তর দেন বিশেষ চাহিদাসম্পন্ন ওই ব্যক্তি। এরপর ফের ওই চালক ভণিতা করে তাঁকে জিজ্ঞাস করেন, ‘যাত্রী কে’ ? তাতেই ওই ব্যক্তি কিছুটা অবাক হন এবং উত্তরে বলেন যে, ‘তিনি যাত্রী।’
এ কথা শোনামাত্রই ওই ব্যক্তিকে নিয়ে যেতে পারবেন না বলে জানিয়ে দেন চালক। কারণ হিসাবে চালক বলেন, রাইড চলাকালীন যদি দুর্ঘটনা ঘটে সেই দায় চালকের কাঁধেই চলে বরতাবে। তাই কোনও রকম ঝুঁকি নিতে চালক এক্কেবারেই রাজি নন বলে স্পষ্ট জানিয়ে দেন।দুঃখ প্রকাশ করে ওই ব্যক্তি ক্যাব সংস্থাকে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করার পরামর্শ দেন। ভবিষ্যতে যাতে বিশেষ চাহিদাসম্পন্নদের এমন ঘটনার সম্মুখীন না হতে হয়।তাঁর এই ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কমেন্টে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। কেউ কেউ চালককে সমর্থন করেছেন। আবার অনেকেই ওই ব্যক্তিকে সহানুভূতি জানিয়েছেন।
