নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১ ফেব্রুয়ারি, শুক্রবার সন্ধ্যায় ৮ নম্বর নবনগর পোস্ট অফিস সংলগ্ন বিজেপির এনআরসি নিয়ে বাড়ি বাড়ি ক্যাম্পেইনিং করার সময় শাসকদলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় বিজেপি কর্মীরা এমনই অভিযোগ করলেন হালিশহরের মন্ডল সভাপতি বিশ্বনাথ ধর ও বিজেপি কর্মীরা।
জানা গিয়েছে, ক্যাম্পেন করার সময় হঠাৎ কয়েকজন দুষ্কৃতী তাঁদের উপর হামলা করে।ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে বিজপুর থানার পুলিশ।পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এই ঘটনায় তিনজন মহিলাসহ ৫ জন যুবক আহত হয়। ঘটনা প্রসঙ্গে শাসকদলের সাথে কথা বললে তাঁরা পুরো ঘটনাটি ভিত্তিহীন বলে অভিযোগ করলেন।