ক্রমশ আতঙ্ক বাড়াচ্ছে Monkeypox! চিন্তায় সব দেশের স্বাস্থ্য অধিদপ্তর, করোনার দোসর Monkeypox। ইউরোপসহ অন্যান্য অঞ্চলে ক্রমবর্ধমান মাঙ্কিপক্স আক্রান্তের ঘটনা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্মকর্তারা। প্রথম এই সংক্রমণ পশ্চিম এবং মধ্য আফ্রিকায় সাধারণত সবচেয়ে বেশি দেখা গেলেও এবার তা গনডি পেরোতে শুরু করেছে। জানা গেছে রবিবার পর্যন্ত তা দাঁড়িয়েছে ১২ টি দেশে। অন্যদিকে এই সংক্রমণ প্রতিরোধে প্রতিটি দেশের বন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশেও এয়ারপোর্ট, ল্যান্ড পোর্টসহ সমস্ত বন্দরে সতর্কতা জারি করেছে।
আরও পড়ুন – ‘SSC দুর্নীতির টাকায় প্রয়াত স্ত্রীর নামে তাজমহল স্বরূপ স্কুল বানিয়েছেন পার্থ,’ বিস্ফোরক শুভেন্দু
সন্দেহভাজন কেউ বাংলাদেশে গেলে তাকে চিহ্নিত করে অতিদ্রুত তাকে সংক্রমণ ব্যাধি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে। এছাড়াও বাংলাদেশের জেলা পর্যায়ে সিভিল সার্জনদের নতুন ভাইরাস মাঙ্কিপক্সের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
জানা যাচ্ছে, যদি আক্রান্ত দেশগুলিতে ভ্রমণের কোনও যোগাযোগ না থাকে, তাহলে কোনও ব্যক্তির আক্রান্ত হওয়া ঘটনাটা বেশ খানিকটা অস্বাভাবিক। বিভিন্ন এলাকায় নজরদারি চালালে আরও বেশি আক্রান্তের খোঁজ পাওয়া যাবে বলেই মনে করছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। ভাইরাসটি শরীরের কোনও ক্ষত, শরীরের তরল পদার্থ, হাঁচি-কাশি, কিংবা আক্রান্ত ব্যক্তির সঙ্গে নিষ্ঠ যোগাযোগের কারণেও তা ছড়িয়ে পড়তে পারে। মাঙ্কিপক্স রোগের জন্য এখনও সুনির্দিষ্ট কোনো টিকা বা ওষুধ আবিষ্কার হয়নি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, স্মলপক্স বা গুটিবসন্তে জন্য ব্যবহৃত টিকা মাঙ্কিপক্স প্রতিরোধে ৮৫ শতাংশ কার্যকর। Monkeypox