১২ মার্চ, করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ভারতে ক্রমশ বাড়ছে।ভারতে করোনা ভাইরাসে আক্রন্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জন। চিন্তায় পড়েছে সকল ভারতবাসী।এই পরিস্থিতির বিশেষভাবে মোকাবিলা করার প্রয়োজন আছে বলে জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে বিদেশ থেকে আসা সাথে বিদেশে যাওয়া।
বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩। শেষ দুই সপ্তাহে এই প্রথম একলাফে এতটা বেড়ে যাওয়ায় বেশ চিন্তায় পড়েছে সরকার।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বৃহস্পতিবার জানিয়েছে, কূটনীতিক, সরকারি আধিকারিক, ইউনাইটেড নেশনস, আন্তর্জাতিক সংস্থা এবং কর্মরৎ হওয়ায় ভিসা ছাড়া বাকি সকল ভিসা আপাতত অর্থাৎ এপ্রিলের ১৫ তারিখ অবধি সাসপেন্ড করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে বিশ্বের উপর বড়সড় থাবা বলেই চিহ্নিত করেছে।