নিজস্ব সংবাদদাতা: ৯ই নভেম্বর ২০১৯ ক্রমশ শক্তি সঞ্চয় করে ভযংকর গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল.সুন্দরবনের সাগরদ্বীপ অঞ্চল থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ভয়ানক নিম্নচাপ. ঘন্টায় প্রায় ১২০ গতিবেগে আছড়ে পড়তে চলেছে এই ভয়ংকর ঝড়. কোলকাতা এবং আশেপাশের অঞ্চলে সকাল থেকেই আকাশের মুখভার. তাঁর সাথেই পাল্লা দিয়ে বাড়ছে বৃষ্টিপাত. উপকূলবর্তী জেলা গুলি বিশেষ করে দীঘা এবং সাগরদ্বীপ এলাকা. কোলকাতা থেকে বুলবুলের দূরত্ব ২১০ কিলোমিটার পশ্চিম-দখ্খিণ-পশ্চিম. যে ভাবে ঝড়ো হাওয়া এবং তুমুল বৃষ্টিপাত ইতিমধ্য়েই শুরু হয়েছে তা নিয়ে উদ্বেগের আশংকা ক্রমশই বাড়ছে. এক কথায় ধেয়ে আসছে বুলবুল, ক্রমশ বদলাচ্ছে তার গতিপথ.