বিনোদন – এল নতুন খবর। মেঘনা গুলজার ও করিনা কাপুর খান এক ক্রাইম থ্রিলারে কাজ করতে চলেছেন। এর ফলাফল যে যথেষ্ট প্রশংসনীয়, তা বলা যেতেই পারে। গুলজারের পরিচালনায় নির্মিত হয় ইনভেস্টিগেটিভ ড্রামা ‘তলভার’, আর করিনা কাপুর খান মন কাড়েন ‘জানে জান’ ও ‘দ্য বাকিংহ্যাম মার্ডারস’-এ তাঁর অনবদ্য অভিনয়ে।এবার এই দুই শিল্পী একসঙ্গে আসতে চলেছেন। সঙ্গে থাকছেন মালয়ালম থ্রিলার জগতের পরিচিত মুখ পৃথ্বীরাজ সুকুমারন, যিনি ‘মুম্বই পুলিশ ও মেমোরিজ’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে সমালোচনকদের কাছেও প্রশংসা কুড়িয়েছেন।
প্রযোজনা সংস্থা ‘জংলি পিকচার্স’, ‘তালভার’ ও ‘রাজি’র পর তৃতীয়বারের মতো মেঘনা গুলজারের সঙ্গে হাত মেলালো। তাঁদের নতুন প্রজেক্ট ‘দায়রা’, যা বর্তমানে প্রি-প্রোডাকশনে রয়েছে, লিখেছেন ইয়াশ ও সীমা। এই ছবিতে করিনা কাপুর খান ও পৃথ্বীরাজ সুকুমারণের প্রথম একসঙ্গে কাজ করতে চলেছেন, যা আগ্রহ ও উত্তেজনা অনেকটাই বাড়িয়ে দিয়েছে সিনেমহলে।
পরিচালক মেঘনা গুলজার জানালেন,’সীমা ও ইয়াশের সঙ্গে মিলে গল্পের কালো-সাদা রঙের মধ্যে থাকা ধূসরতা খুঁজে বের করা যেমন চ্যালেঞ্জিং ছিল, তেমনই রোমাঞ্চকর। করিনা ও পৃথ্বীরাজ একসঙ্গে কাজ করছেন, তখন গল্পের ডায়নামিক্স আরও উচ্চতায় পৌঁছবে।’
