ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চললো গুলি উত্তপ্ত ঝাড়গ্রাম

নিজস্ব সংবাদদাতা ৮ ডিসেম্বর ২০২০ পশ্চিম মেদিনীপুর (ঝাড়গ্রাম):দিনে দুপুরে চরম রণক্ষেত্রের চেহারা নিল ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকা। পুলিশের উপস্থিতিতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চলল গুলি ।

গুলি চলার পর এলাকা রণক্ষেত্রে চেহারা নেয়। অভিযোগ, পুলিশ কর্মী বিশ্বজিৎ গুরুং খেলার মাঠে বচসার জেরে এক যুবককে পিস্তল বের করে গুলি করে। গুলি করার পর তাকে ভজালি দিয়ে কোপায়। আহত যুবককে এলাকার মানুষজন তড়িঘড়ি ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। অভিযোগ, ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অমিত কুমার ভারত রাঠোর গত তিনদিন আগে এই ক্রিকেট খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। উদ্বোধনের পর প্রতিটি খেলায় পুলিশ কর্মীদের অবস্থান লক্ষ্য করা গিয়েছে। এদিনও খেলার মাঠে বেশ কয়েকজন পুলিশ কর্মী ছিল। পুলিশকর্মীদের উপস্থিতিতেই কিভাবে একজন পুলিশ কর্মী গুলি চালালেন সে নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকার মানুষজন এর অভিযোগ, ঝাড়গ্রাম শহর এবং শহরতলি এলাকায় আইনের শাসন অনেকটা শিথিল হয়ে গিয়েছে। পুলিশ শুধুমাত্র বালি এবং মোরাম খাদান থেকে তোলা তুলতেই ব্যস্ত। ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি ভাঙচুর চালানো হয়। শেষমেশ পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়।