ক্রিসমাসডে উপলক্ষ্যে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী প্রদান। দিনহাটা:নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রিসমাস ডে পালন করল দিনহাটার একটি ইংরেজি মাধ্যম স্কুল। স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন প্রিন্সিপাল সিস্টার ব্লেসি ম্যাথিউ সহ অনেকেই। অনুষ্ঠানে ৫০ জন দুস্থ অসহায় মানুষকে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন স্কুলের ছোট ছোট ৫০ জন শিশুকে শীতবস্তু হিসাবে সোয়েটার প্রদান বিভিন্ন স্কুলের ৫০ জন দুষ্টু ছাত্র-ছাত্রীকে বার্ষিক স্কুল ফি এবং পরীক্ষার ফি প্রদান, দুইজন দুস্থ দিনমজুরকে সাইকেল প্রদান, একজন মহিলাকে ঘর ঠিক করার জন্য আর্থিক সাহায্য,
একজন দুস্থ পড়ুয়ার সম্পূর্ণ পড়াশোনার দায়িত্ব নেওয়া ছাড়াও বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি মধ্য দিয়ে পালন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন স্কুলের ছাত্র-ছাত্রীরা। বড়দিন পালন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিস্টার ব্লেসি ম্যাথিউ। স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে গোটা অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এদিকে বড়দিন উপলক্ষে দিনহাটার বড় আটিয়াবাড়ির বৌবাজার এলাকায় ও পেটলার জামাদারবস এলাকায় থাকা গির্জাকে সাজিয়ে তোলা হয়েছে ।
বড়আটিয়াবাড়ি বৌবাজারে গির্জা সংলগ্ন এলাকায় খ্রিস্টধর্মাবলম্বীরা জানান, বড়দিনের আগে গির্জাকে এবছরও সাজিয়ে তোলা হয়েছে। খ্রিস্ট ধর্মাবলম্বী সন্ধ্যা কার্যী জানান, ২৪ শে ডিসেম্বর শনিবার সন্ধ্যা থেকেই যীশুর আগমনী বার্তা নিয়ে শুরু হয়েছে নানা অনুষ্ঠান। রবিবার ২৫ শে ডিসেম্বর সকাল ১১ টা থেকে ঘন্টা তিনেক চলবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিন্নি ধানের পিঠে আজও আমরা করে থাকি।
আরও পড়ুন – বড়দিনের উৎসবে মেতে উঠবে গাজোলের আলমপুর
কেকের পাশাপাশি বিন্নি ধানের এই পিঠে প্রচলন বড়দিনের অনুষ্ঠানের একটি বিশেষ অঙ্গ। যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে ২৫ ডিসেম্বর শুধু খ্রিষ্টান ধর্মাবলম্বীরাও শুধু নয় সর্বধর্মের মিলন উৎসবে পরিণত হয়ে উঠে। বিন্নি ধানের পিঠে তৈরির ক্ষেত্রে সহজেই ধান না পাওয়া যাওয়ায় কখনও কখনও সমস্যায় পড়তে হয়। তখন হাসিমারা, জয়গা, গারপাড়া এমনকি আসাম থেকেও এই ধান তাদের সংগ্রহ করতে হয়। দিনহাটার বৌবাজার এলাকায় গির্জা ছাড়াও পেটলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামাদারবশ গ্রামেও গির্জা কে সাজিয়ে তোলা হয়েছে।
গির্জা সংলগ্ন খ্রিস্ট ধর্মাবলম্বী উইলসন বেসরা জানান, দুর্গাপুজো, কালীপুজোর মতো বড়দিনও তাদের কাছে একটি বড় উৎসব। এই উৎসবকে ঘিরে গির্জা প্রাঙ্গণ সর্ব ধর্মের মিলন ক্ষেত্র হয়ে ওঠে। পাশাপাশি দিনহাটায় বিভিন্ন দোকানে ক্রিসমাস ট্রি থেকে শুরু করে নানারকম টুপি এবং শান্তা ক্লজ সহ অন্যান্য জিনিস বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের তপন সাহা জানান, অন্যান্য বছরের মত এ বছর বিক্রি যথেষ্ট ভালো।