ক্লাবের সম্পাদকের উপর দুস্কৃতি হামলা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতির তোলা অভিযোগ উড়িয়ে পাল্টা তোপ গৌতমের। বালুরঘাটের নিউ টাউন ক্লাবের সম্পাদকের উপর দুস্কৃতি হামলা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতির তোলা অভিযোগ উড়িয়ে সুকান্ত-র বিরুদ্ধে পাল্টা তোপ দাগলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক গৌতম দাস।
সোমবার গভীর রাত্রে বালুরঘাটের নিউ টাউন ক্লাবের সম্পাদক অভিজিৎ মহন্ত-র বাড়িতে রামদা- হাসুয়া নিয়ে দুস্কৃতিদের হামলা চালানোর অভিযোগ উঠে। যার পরে মঙ্গলবার অভিজিৎ মহন্ত বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এটা কোন অশুভ শক্তির চক্রান্ত। সেই সাথে তিনি সংবাদমাধ্যমকে এও জানান পুলিশ তাকে সাহায্য করছে।
যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন কলকাতায় সংবাদমাধ্যমের সামনে দাবী করেন যেহেতু বালুরঘাট নিউ টাউন ক্লাবের পূজো উদ্বোধন অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং সুকান্ত মজুমদারকে ডাকা হয়েছিল বলে অভিজিৎ মহন্ত-র উপরে তৃণমূলের দুস্কৃতিরা হামলা চালিয়েছে। সুকান্ত মজুমদার বলেন তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতিতে নেমেছে, উনারা ভয় পাচ্ছে কারন বাংলার জনগণ ক্রমশ তারা বিজেপির সঙ্গে যুক্ত হচ্ছে।
আরও পড়ুন – মহালয়ায় তর্পণে ভিড় ফরাক্কার গান্ধি ঘাটে
অপরদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বক্তব্যের এদিন কার্যত তুলোধনা করে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম দাস বলেন বলেন সুকান্তবাবুরা খুন জখমের রাজনীতি করে বাংলায় রাজনৈতিক শক্তিবৃদ্ধি করার চেষ্টা করছে, মিঠুন চক্রবর্তী বাংলার সেলিব্রিটি তিনি পূজো উদ্বোধন করতে আসবেন না আসবেন কিনা সেটা তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতা নয়।
তিনি বলেন এরকম কোন ঘটনা তৃণমূল কংগ্রেস কখনো ঘটায় না যে কেউ কোথায় আসলে তৃণমূল কংগ্রেস তার বাড়িতে গিয়ে আক্রমণ করবে, এটা সুকান্ত বাবু যেভাবে মিথ্যা অপপ্রচার করে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করবার চেষ্টা করছেন এটা তারই অঙ্গ।



















