ক্লাব বিশ্বকাপে দুরন্ত সিটি ও রিয়াল, মঙ্গলবার মাঠে নামছে পিএসজি ও অ্যাটলেটিকো

ক্লাব বিশ্বকাপে দুরন্ত সিটি ও রিয়াল, মঙ্গলবার মাঠে নামছে পিএসজি ও অ্যাটলেটিকো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram





খেলা – সোমবার রাতে ক্লাব বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ ম্যাচে দাপুটে জয় তুলে নিল ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। গ্রুপ ‘জি’-এর ম্যাচে পেপ গুয়ার্দিওলার দল সংযুক্ত আরব আমিরশাহীর ক্লাব আল ইনকে উড়িয়ে দিল ৬-০ গোলে। এই ম্যাচে জোড়া গোল করেন ইলকাই গুন্ডোগান, আর্লিং হাল্যান্ড, অস্কার বব এবং রায়ান চেরকি। সিটির ধারাবাহিক আক্রমণ এবং দাপুটে পজিশন প্লে আল ইন রক্ষণকে কার্যত ছিন্নভিন্ন করে দেয়।

অন্যদিকে, গ্রুপ ‘এইচ’-এ নিজেদের প্রথম জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। জাবি আলোনসোর দল ৩-১ ব্যবধানে পরাজিত করল মেক্সিকোর ক্লাব পাচুয়া এফসিকে। গোলের তালিকায় নাম লেখালেন জুড বেলিংহ্যাম, ফেদেরিকো ভালভার্দে এবং প্রতিভাবান তরুণ আর্দা গুলার।

এই ম্যাচে বিশেষ নজর কেড়েছেন সদ্য সই করা তরুণ ডিফেন্ডার ডিন হিউসেন। ২০ বছর বয়সেই ম্যাচে চমৎকার পারফরম্যান্স করে নজর কাড়েন তিনি—ঠান্ডা মাথায় বল কন্ট্রোল, নিখুঁত রক্ষণ সামলানো এবং ডিফেন্সচেরা পাসে বারবার মেক্সিকান আক্রমণ ভেস্তে দেন তিনি।

ক্লাব বিশ্বকাপের উত্তেজনা এখানেই শেষ নয়। মঙ্গলবার ভারতীয় সময় রাত ১২:৩০টায় মাঠে নামছে পিএসজি—তাদের প্রতিপক্ষ মার্কিন ক্লাব সিয়াটেল সাউন্ডারস। অন্যদিকে, একই সময়ে ব্রাজিলের ক্লাব বোটাফোগোর মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। ফুটবল অনুরাগীদের জন্য জমজমাট এক রাত্রি অপেক্ষা করে রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top