স্কুলে ক্লাসে শিষ দেওয়ার অপরাধে ৬ জন ছাত্রকে মাথার চুল কাঁচি দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে,আতঙ্কিত ছাত্ররা,প্রধান শিক্ষিকার এই অমানবিকতায় সরব হয়েছেন ছাত্রের অভিভাবকেরা
দক্ষিণেশ্বর আরিয়াদহ কালাচাঁদ স্কুলে নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের ক্লাস চলাকালীন ক্লাসের মধ্যে সিস দেওয়ার ঘটনা ঘটে,সেই সময় ক্লাসের যিনি শিক্ষিকা ছিলেন তিনি জানতে চান কোন ছাত্র এই শীষের আওয়াজকরেছে,তারপর সন্দেহবশত ৭ জন ছাত্রকে স্কুলের প্রধান শিক্ষিকা ইন্দ্রানী মজুমদারের ঘরে নিয়ে যায় ওই ক্লাস শিক্ষিকা,প্রধান শিক্ষিকা ইন্দ্রানী মজুমদার জানতে চায় যে কোন ছাত্র শীষ দিয়েছে ক্লাসে, তারপর সন্দেহের বসে ওই ৭ জন ছাত্রকে প্রধান শিক্ষিকা নিজের হাতে কাচি দিয়ে মাথার চুল কেটে দেয় এমনটাই অভিযোগ আলমবাজার এলাকার ছাত্র সায়ন্তন মান্নার পরিবারের লোকজনদের,
এই ধরনের ঘটনা আরও একবার শিক্ষাঙ্গনে শিক্ষিকার অমানবিক মুখ প্রমাণ করে দিল,এই ঘটনার পর থেকে যে সমস্ত ছাত্রদের মাথার চুল কেটে দিয়েছে প্রধান শিক্ষিকা সে সমস্ত ছাত্র যথেষ্ট আতঙ্কিত ও ভীত,ছাত্রদের অভিভাবকরা একটাই দাবি জানাচ্ছেন শাস্তি অনেক হতে পারে কিন্তু এই ধরনের শাস্তি তারা কোনভাবে মন থেকে মেনে নিতে পারছে না, তাই প্রধান শিক্ষিকার শাস্তির দাবি জানিয়েছেন আতঙ্কিত ছাত্রদের পরিবারের লোকজন
আরও পড়ুন – হাওড়া স্টেশনের কাছে দুর্ঘটনায় জখম মহিলা
উল্লেখ্য, স্কুলে ক্লাসে শিষ দেওয়ার অপরাধে ৬ জন ছাত্রকে মাথার চুল কাঁচি দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে,আতঙ্কিত ছাত্ররা,প্রধান শিক্ষিকার এই অমানবিকতায় সরব হয়েছেন ছাত্রের অভিভাবকেরা।
দক্ষিণেশ্বর আরিয়াদহ কালাচাঁদ স্কুলে নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের ক্লাস চলাকালীন ক্লাসের মধ্যে সিস দেওয়ার ঘটনা ঘটে,সেই সময় ক্লাসের যিনি শিক্ষিকা ছিলেন তিনি জানতে চান কোন ছাত্র এই শীষের আওয়াজকরেছে,তারপর সন্দেহবশত ৭ জন ছাত্রকে স্কুলের প্রধান শিক্ষিকা ইন্দ্রানী মজুমদারের ঘরে নিয়ে যায় ওই ক্লাস শিক্ষিকা,প্রধান শিক্ষিকা ইন্দ্রানী মজুমদার জানতে চায় যে কোন ছাত্র শীষ দিয়েছে ক্লাসে, তারপর সন্দেহের বসে ওই ৭ জন ছাত্রকে প্রধান শিক্ষিকা নিজের হাতে কাচি দিয়ে মাথার চুল কেটে দেয় এমনটাই অভিযোগ আলমবাজার এলাকার ছাত্র সায়ন্তন মান্নার পরিবারের লোকজনদের,
এই ধরনের ঘটনা আরও একবার শিক্ষাঙ্গনে শিক্ষিকার অমানবিক মুখ প্রমাণ করে দিল,এই ঘটনার পর থেকে যে সমস্ত ছাত্রদের মাথার চুল কেটে দিয়েছে প্রধান শিক্ষিকা সে সমস্ত ছাত্র যথেষ্ট আতঙ্কিত ও ভীত,ছাত্রদের অভিভাবকরা একটাই দাবি জানাচ্ছেন শাস্তি অনেক হতে পারে কিন্তু এই ধরনের শাস্তি তারা কোনভাবে মন থেকে মেনে নিতে পারছে না, তাই প্রধান শিক্ষিকার শাস্তির দাবি জানিয়েছেন আতঙ্কিত ছাত্রদের পরিবারের লোকজন