ভাইরাল – ক্লাসরুমে বসে রয়েছে পড়ুয়ারা। ক্লাসরুমের মাঝখানে চেয়ারের উপর বসে রয়েছেন শিক্ষিকা। কিন্তু পড়ানোর দিকে মন নেই তাঁর। বরং টেবিলের পাদানির উপর পা তুলে অঘোরে ঘুমোচ্ছেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি উত্তরপ্রদেশের মেরঠের কৃষ্ণপুরী এলাকার একটি স্কুলে ঘটেছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ক্লাসরুমের মাঝখানে চেয়ারে বসে রয়েছেন এক শিক্ষিকা। তাঁর পরনে চুড়িদার। টেবিলের উপর ব্যাগ এবং জলের বোতল রেখে মাথা নিচু করে বসে রয়েছেন তিনি। জুতো খুলে টেবিলের পাদানির উপর পা তুলে রয়েছেন সেই শিক্ষিকা। কিছু ক্ষণ পর বোঝা গেল যে, ক্লাস চলাকালীন অঘোরে ঘুমিয়ে পড়েছেন তিনি।
সম্ভবত ওই ক্লাসের এক পড়ুয়া সেই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন। তবে ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে যাওয়ায় তা স্কুল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হবে। তদন্তের পর সেই শিক্ষিকার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ভিডিয়োটি ছড়িয়ে যাওয়ার পর কটাক্ষের শিকার হয়েছেন সেই শিক্ষিকা। অধিকাংশ নেটাগরিকদের মতে, ‘‘ক্লাসরুম ঘুমোনোর জায়গা নয়। শিক্ষিকা এমন হলে পড়ুয়ারা কী শিখবে?’’ আবার নেটব্যবহারকারীদের একাংশের দাবি, ‘‘শিক্ষিকা হয় তো ভুলবশত ঘুমিয়ে পড়েছেন। সারা দিনের ক্লান্তির পর তাঁর চোখ লেগে যেতে পারে। তাঁকেও কিছু বলার সুযোগ দেওয়া প্রয়োজন। তিনি নিশ্চয়ই ইচ্ছা করে ক্লাসের মধ্যে ঘুমোবেন না।’’
