ঝালদা-কাণ্ডে প্রকাশ্যে অডিও ক্লিপ । ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এরপর একটি নতুন অডিও ক্লিপ প্রকাশ্যে আনল মৃত কাউন্সিলরের পরিবারের সদস্যরা। অভিযোগ, তৃণমূল কর্মীরাও কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে হুমকি দিতেন। যেখানে তাঁকে তৃণমূলে যোগ দিতে চাপ দেওয়া হয়।
তপনের পরিবার আরও দাবি অরেন, শুধু ঝালদা থানার আইসি নন, তৃণমূল কর্মীরাও কংগ্রেস কাউন্সিলরকে হুমকি দিচ্ছিলেন। এই অডিও ক্লিপ সিবিআইয়ের হাতে দেওয়া হবে বলেও জানিয়েছেন কাউন্সিলরের পরিবারের সদস্যরা। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি shinetv.in। পরিবারের তরফে সামনে আনা ওই ক্রিপে যে কণ্ঠস্বর শোনা যাচ্ছে তা স্থানীয় তৃণমূল কর্মী অমল কান্দুর বলে অভিযোগ। এই প্রসঙ্গে অমল বলেন, ‘কণ্ঠস্বরটি আমার। তবে এটা অনেক আগের। ভোটেরও আগের। ২২-২৩ ফেব্রুয়ারির।’ যদিও পরিবারের দাবি, এর আগে বারবার বাড়ির সামনে এসে অমল-সহ তৃণমূলের অনেকে গালিগালাজ করত। হুমকি দিত।’ সিবিআই তদন্তের নির্দেশের পর এই নয়া অডিও ক্লিপ নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়েছে।
আর ও পড়ুন হলদিয়ার কারখানায় আগুন
উল্লেখ্য, ঝালদা-কাণ্ডে প্রকাশ্যে অডিও ক্লিপ । ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এরপর একটি নতুন অডিও ক্লিপ প্রকাশ্যে আনল মৃত কাউন্সিলরের পরিবারের সদস্যরা। অভিযোগ, তৃণমূল কর্মীরাও কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে হুমকি দিতেন। যেখানে তাঁকে তৃণমূলে যোগ দিতে চাপ দেওয়া হয়। তপনের পরিবার আরও দাবি অরেন, শুধু ঝালদা থানার আইসি নন, তৃণমূল কর্মীরাও কংগ্রেস কাউন্সিলরকে হুমকি দিচ্ছিলেন।
এই অডিও ক্লিপ সিবিআইয়ের হাতে দেওয়া হবে বলেও জানিয়েছেন কাউন্সিলরের পরিবারের সদস্যরা। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি shinetv.in। পরিবারের তরফে সামনে আনা ওই ক্রিপে যে কণ্ঠস্বর শোনা যাচ্ছে তা স্থানীয় তৃণমূল কর্মী অমল কান্দুর বলে অভিযোগ। এই প্রসঙ্গে অমল বলেন, ‘কণ্ঠস্বরটি আমার। তবে এটা অনেক আগের। ভোটেরও আগের। ২২-২৩ ফেব্রুয়ারির।’ যদিও পরিবারের দাবি, এর আগে বারবার বাড়ির সামনে এসে অমল-সহ তৃণমূলের অনেকে গালিগালাজ করত। হুমকি দিত।’ সিবিআই তদন্তের নির্দেশের পর এই নয়া অডিও ক্লিপ নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়েছে।