নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ২৮ ডিসেম্বর, ক্ষতির আশঙ্কায় প্রহর গুনছে আলুচাষীরা। খারাপ আবহাওয়ার কারণে পোকার আক্রমণ বাড়ছে আলু গাছে।দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন চন্দ্রকোনার আলু চাষীরা।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা আলু চাষের গড় হিসেবে পরিচিত। আলু চাষিরা এখন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। কোথায় আছে গোদের উপর বিষফোঁড়া, কয়েকদিন ধরে খারাপ আবহাওয়া সাথে ঘন কুয়াশা তার ফলে আলু গাছের রোগ পোকার আক্রমণ বেড়ে চলেছিল তার উপর অকাল বৃষ্টি, দুই মিলে আলু চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন আলু চাষীরা। চাষিরা এখন আকাশের দিকে তাকিয়ে আছেন কখন আকাশ পরিষ্কার হবে রোদ ঝলমলে দিন আসবে। বৃহস্পতিবার সকাল থেকে ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছিল সন্ধ্যের পর থেকে ভারী বৃষ্টি হয়েছে যার ফলে জল জমেছে আলু জমিতে।বৃহস্পতিবার সকাল সকাল হাতে কোদাল নিয়ে আলু জমির জল কাটাতে ব্যস্ত কৃষকরা।