ক্ষত্রিয়দের গেরুয়া ঝড়!

ক্ষত্রিয়দের গেরুয়া ঝড়!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দিল্লী – সমাজবাদী পার্টির সাংসদ রামজি লাল সুমনের মহারাণা সাঙ্গা-সম্পর্কিত বিতর্কিত মন্তব্যের জেরে আগ্রায় উত্তেজনা তুঙ্গে। শনিবার রাণা সাঙ্গার জন্মবার্ষিকীতে করণী সেনার ডাকে প্রায় ৮০ হাজার ক্ষত্রিয় গেরুয়া পাগড়ি পরে গড়ি রামিতে জড়ো হন। ৫০ বিঘা জমিতে তৈরি প্যান্ডেলে তিন লাখ মানুষের সমাগমের সম্ভাবনা।পুলিশের উপস্থিতি দেখে বিক্ষোভকারীরা তরবারি ও লাঠি নাড়ায়, ফলে পুলিশকে পিছু হটতে হয়।



দুপুর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫০০ স্থানে ব্যারিকেড, ১০ হাজার পিএসি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। ড্রোন নজরদারি চলছে। সুমনের বাড়ি সেনানিবাসে রূপান্তরিত; ১০০০ পুলিশ ও ১০ বাউন্সার মোতায়েন, এক কিলোমিটার এলাকা সিল। সুমন বলেন, “হিংসার পথে বিরোধ ঠিক নয়।” তবে, করণী সেনা বিকেলে সুমনের বাড়ির দিকে মিছিলের পরিকল্পনা করছে, যা পুলিশের জন্য চ্যালেঞ্জ। গত মার্চে সুমনের বাড়িতে ভাঙচুরের ঘটনা পরিস্থিতির গুরুত্ব বাড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, এই ঘটনা রাজনৈতিক ও সাম্প্রদায়িক সংঘাতের ইঙ্গিত দেয়। পুলিশের কঠোর নিরাপত্তা সত্ত্বেও বড় মিছিল নিয়ন্ত্রণ কঠিন হতে পারে। শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জোরালো হলেও, পরিস্থিতি এখনও অস্থির।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top