তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম পাঁচদিনের উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী

তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম পাঁচদিনের উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ক্ষমতায়

তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম পাঁচদিনের উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী । আজ শিলিগুড়িতে পৌঁছান  তিনি, সেখানে পৌঁছে রবীন্দ্র মঞ্ শিলিগুড়ি পুলিশের বিজয় সম্মেলনে যোগ দান করেন তিনি। এই সম্মেলনের থেকে তিনি বললেন কোভিড টিকা ঠিক মতো সরবরাহ  হচ্ছে না বিওলে  বিজেপিকে  তুলোধোনা করলেন।

 

তিনি বিরোধী দল বিজিপিকে নিশানা করে বলেন টিকা নিয়ে জুমলা করছে হ-য-ব-র-ল। শুধু এই নাম যেই হারে পেট্রোল-ডিজেলের দাম পিজি পাচ্ছে সেই নিয়ে গর্জে উঠল মুখ্যমন্ত্রী। দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী বিজেপিকে কটাক্ষ করেন।

 

তিনি অভিযোগ করেন দেশজুড়ে 100 কোটি টিকা দেওয়া হলেও বাংলায় কেন কম টিকা দেওয়া হচ্ছে। কেন বাংলায় পর্যাপ্ত ভ্যাকসিন দেওয়া হবে না। তোলেন মমতা।

 

আর ও পড়ুন    অবশেষে তৃণমূলের বড়ো দায়িত্ব পেলেন বাবুল সুপ্রিয়, কী সেই দায়িত্ব ?

 

তিনি বলেন সার্টিফিকেটে কেন মোদির ছবি কটাক্ষ করলো। এর পাশাপাশি জানান ইতিমধ্যে দেশে বলা হচ্ছে যে ১০০ কোটি লোক ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভ্যাকসিনের ডবল ডোজ পেয়েছে মাত্র ২৯কোটি মানুষ। এখনো দেশে ৩৫কোটি মানুষের একটি ও টীকা পাইনি। টিকা নিয়ে জুমলা করছে,হ-য-ব-র-ল। বাংলার জন্য 14 কোটি ভ্যাকসিন চাওয়া হলে 7 কোটি দেওয়া হয়েছে বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়।

 

তিনি বিজেপিকে কটাক্ষ করেন আর বলেন কোভ্যাকসিন এখনো অনুমোদন না দেওয়া নিয়েও। তিনি বলেন ভ্যাকসিন সার্টিফিকেট মোদির ছবি থাকলে যারা মারা গেছে তাদের ডেট সার্টিফিকেট মোদির ছবি থাকবে না কেন? বলে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। অন্যদিকে মহারাষ্ট্র উত্তরপ্রদেশে  দেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র বাংলাকে  টিকা  থেকে বঞ্চিত করা হয়েছে।

 

ইতিমধ্যে ত্রিপুরায় বিজেপি ক্রমাগত হামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মমতার বক্তব্য এর মধ্যে দিয়ে। কেন ত্রিপুরার মাটিতে মিটিং ও মিছিল করতে দেওয়া হবে না কারণ বাংলাটা ত্রিপুরার নয় যে গেলে মাথা মারো। সন্তোষমোহনের মেয়েকে  মারা হয়েছে।

 

উল্লেখ্য, সোমবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের  প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার যাবেন কার্শিয়ংয়ে। কার্শিয়ং সার্কিট হাউসে দার্জিলিং-কালিম্পং প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করবেন। এরপর ধস বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন মমতা। ২৮ অক্টোবর কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী।

 

উল্লেখ্য, তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম পাঁচদিনের উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী । আজ শিলিগুড়িতে পৌঁছান  তিনি, সেখানে পৌঁছে রবীন্দ্র মঞ্ শিলিগুড়ি পুলিশের বিজয় সম্মেলনে যোগ দান করেন তিনি। এই সম্মেলনের থেকে তিনি বললেন কোভিড টিকা ঠিক মতো সরবরাহ  হচ্ছে না বিওলে  বিজেপিকে  তুলোধোনা করলেন। তিনি বিরোধী দল বিজিপিকে নিশানা করে বলেন টিকা নিয়ে জুমলা করছে হ-য-ব-র-ল। শুধু এই নাম যেই হারে পেট্রোল-ডিজেলের দাম পিজি পাচ্ছে সেই নিয়ে গর্জে উঠল মুখ্যমন্ত্রী। দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী বিজেপিকে কটাক্ষ করেন।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top