ক্ষমতা কাদের হাতে থাকবে এই নিয়ে তৃণমূল-এবিভিপি সংঘর্ষে উওাল গোবরডাঙা হিন্দু কলেজ,

ক্ষমতা কাদের হাতে থাকবে এই নিয়ে তৃণমূল-এবিভিপি সংঘর্ষে উওাল গোবরডাঙা হিন্দু কলেজ,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১১ডিসেম্বর ২০২০:ক্ষমতা কাদের হাতে থাকবে এই নিয়ে তৃণমূল-এবিভিপি সংঘর্ষে উওাল গোবরডাঙা হিন্দু কলেজ, এই ঘটনায় দুই দলের একাধিক সমর্থক আহত হয়েছে।

এদিন দুপুরে কলেজ চত্বরে ব্যপক ভাঙচুর করা হয়। একাধিক গাড়ি, ভাঙচুর করা হয়েছে। কলেজের দরজার কাচ, পাখা, কলেজের ঘরের জিনিষপত্র ভাঙচুর করা হয়েছে।অগ্নিগর্ভ হয়ে উঠে কলেজের অন্দরের পরিস্থিতি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সূত্রের খবর কয়েকদিন আগে এবিভিপির দুই ছাত্রকে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা মারধর করেছিল বলে অভিযোগ। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার কলেজে অধ্যক্ষের কাছে ডেপুটেশন জমা দিতে আসে এবিভিপি ও অন্যান্য বিজেপির কর্মীরা।তারপরই দুপক্ষের ব্যাপক সংঘর্ষ হয়। জখম হয় উভয় পক্ষের অন্তত কুড়িজন সমর্থক।ভাঙচুর করা হয় দু’পক্ষের অন্তত ১৭ টি বাইক। কলেজের সামনে একটি দোকানেও হামলা করা হয়েছে। এরপরই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ‘ছাত্র সংসদ’ ভেঙে গুঁড়িয়ে দেয় এবিভিপির সমর্থকরা । ঘটনা সামাল দিতে হাবড়া থানা ও গোবরডাঙা থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top