আচমকা ঘুর্নিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটলো হুগলির এই গ্রামে

আচমকা ঘুর্নিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটলো হুগলির এই গ্রামে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ক্ষয়ক্ষতি

আচমকা ঘুর্নিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটলো হুগলির এই গ্রামে। গত দুই দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। তার মধ্যেই  আচমকা ঘুর্নিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটলো হুগলি জেলায়। সোমবার  গভীর রাতে হুগলির গোঘাটের কাঁঠালি গ্রামের উপর দিয়ে হঠাত করেই ব্যাপক ঝড় অয়ে যায়। মাত্র কয়েক মিনিট স্থায়ী হয় এই ঝড়। আর তাতেই পুরো লন্ডভন্ড অবস্থা হয়ে যায় গোটা এলাকা।

 

ভয়ঙ্কর  ঘুর্নিঝড়ের সাক্ষী থাকল কাঁঠালি গ্রামের মানুষ। কালো মেঘে ঢাকা আকাশ। রবিবার থেকে শুরু হওয়া বৃষ্টি চলেই যাচ্ছে। কখনও ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আর তার মধ্যেই এই ঝড় আছড়েপড়ে।  স্থানীয় সুত্রে জানা গিয়েছে,  সোমবার কালো হয়ে আসে গোটা এলাকা। এর কিছুক্ষনের মধ্যেই প্রবল বেগে হাওয়া চলতে থাকে।  প্রায় মিনিট খানেক ধরে ঝড়ের তাণ্ডব চলে বলে জানিয়েছেন স্থানীয় মানুষজন।

 

ঘটনার খবর পেয়েই এদিন সকালে গ্রামে পৌঁছন সরকারি আধিকারিকরা।  তবে ঝড়ের তাণ্ডবে বড়সড় কোনও ক্ষয়ক্ষতি বিশেষ হয়নি। এমনকি হতাহতেরও খবর নেই। তবে প্রবল ঝড় বয়ে যাওয়ার কারনে একাধিক গাছে ভেঙে পড়েছে। এমনকি রাস্তার উপড়ে একাধিক গাছ ভেঙে পড়াতে বন্ধ রাস্তাঘাট। যদিও সকাল থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে। রাস্তা পরিষ্কার করার কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা।

 

আর ও পড়ুন    বাংলাদেশে হিংসায় মুখ খুলল আমেরিকা, হিন্দুদের উপর নির্যাতন নিয়ে কি বললো তারা?

 

এদিকে, আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২০ অক্টোবর বুধবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। বাকি জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top