কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন, আসরে জেলা তৃণমূল কংগ্রেস। রাজ্যজুড়ে প্রকাশিত হয়েছে গ্রাম পঞ্চায়েত আসন পুর্নবিন্যাসের তালিকা। রাজ্যের সাথে সাথে মালদহ জেলার ১৪৬টি গ্রাম পঞ্চায়েত ও ১৫টি পঞ্চায়েত সমিতি ও একটি জেলা পরিষদের আসন পুর্নবিন্যাসের তালিকাও প্রকাশিত হয়েছে।আর এই তালিকা প্রকাশের সাথে সাথে এবার আসরে নামলো মালদহ জেলা তৃণমূল কংগ্রেস। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল ও পরিকল্পনা নিয়ে সভা করল জেলা তৃণমূল কংগ্রেস।
সভায় মালদহ জেলার ১৫টি ব্লকের সভাপতি ও প্রতিটি ব্লকের শাখা সংগঠনের সভাপতিরা অংশ গ্রহণ করেন। পঞ্চায়েত নির্বাচনে রণকৌশল ঠিক করতে এই বৈঠক বলে মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে। মানুষের অভাব অভিযোগ ও সুখ দুঃখে পাশে থেকে এবং মানুষের সহানুভূতি আদায় করে ব্যালট বক্সে মানুষকে ভোট দেওয়াতে হবে, এমনই বার্তা দিলেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদূর রহিম বক্সী। এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সমর মুখার্জি,
আরও পড়ুন – ছট পুজোর প্রাক মুহুর্তে শিলিগুড়িতে হদিস পাওয়া গেল সূর্যদেবের মন্দিরের
আইএনটিটিইউসির সভাপতি শুভদীপ সান্যাল, যুব সভানেত্রী চন্দনা সরকার, মহিলা সভানেত্রী মৃণালিনী মাইতি, হরিশচন্দ্রপুর বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, মন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ প্রতিটি শাখা সংগঠনের জেলা সভাপতি ও ব্লক নেতৃত্বরা। এদিনের সভায় দলীয় নেতৃত্বদের ভিড় উপচে পড়েছিল মালদহের সানাউল্লাহ মঞ্চে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে পঞ্চায়েত নির্বাচনের বৈতরণী পার করতে হবে বলে জানান জেলা সভাপতি আবদুর রহিম বক্সী। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে আমরা পরিকল্পনা ও রণকৌশল তৈরি করার জন্য এই সভার আয়োজন করা হয়েছে। কড়া নাড়ছে