কয়লা পাচার ও বেআইনিভাবে মজুতের অভিযোগে বীরভূমে গ্রেফতার ৬। বড় সাফল্য পেল বীরভূম জেলা পুলিশ।গত দুদিনে বীরভূমের চারটি থানা এলাকা থেকে ১৩০ টন কয়লা উদ্ধার করল পুলিশ । কয়লা পাচার ও বেআইনিভাবে মজুতের অভিযোগে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। কয়লা কোথায় পাচারের ছক ছিল? খতিয়ে দেখছে পুলিশ। বীরভূম জেলা পুলিশ সূত্রে দাবি,সদাইপুরে মোটরবাইকে করে ৩৬ টন কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল , পাইকর এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৫০ টন কয়লা , উদ্ধার করা হয়েছে। দুষ্কৃতীরা পালাতে গেলে সেইসময় তাড়া করে পাচারকারীদের ধরে ফেলে পুলিশ।
উদ্ধার হয় প্রায় ৪ টন কয়লা। নানুরের পালিতপুরে কয়লা বোঝাই চারটি লরি আটক করা হয়। প্রায় একশো টন কয়লা উদ্ধার করে পুলিশ।রবিবারেও নলহাটির সরধা গ্রামে অভিযান চালায় পুলিশ।পুলিশ সূত্রে খবর, সেখানেও ট্রাক্টর থেকে প্রায় ১৮ টন কয়লা উদ্ধার করা হয়। সেদিনই কাঁকড়তলাতে এক ইটভাটা ব্যবসায়ী সাগর মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে আট টন কয়লা। কয়লা পাচার ও বেআইনি মজুতের অভিযোগে চার জায়গা থেকে ২ দিনে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।
বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি জানিয়েছেন , ঝাড়খন্ড সীমান্তবর্তী বীরভূম জেলা থানা গুলোকে অতিরিক্ত নাকা চেকিং করা নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় সড়কের ওপরে পুলিশের টহলদারি আরো বাড়ানো হয়েছে। যাতে কোন প্রকার অপরাধমূলক কাজ দুষ্কৃতীরা না করতে পারে। গত ছয় মাসে প্রচুর পরিমাণে কয়লা উদ্ধার করেছে বীরভূম জেলা পুলিশ।
আরও পড়ুন – ত্রিকোণ প্রেমের পরিনীতিতেই কি গৃহবধূর মৃত্যু, আতঙ্কিত শহরবাসী
উল্লেখ্য, বড় সাফল্য পেল বীরভূম জেলা পুলিশ।গত দুদিনে বীরভূমের চারটি থানা এলাকা থেকে ১৩০ টন কয়লা উদ্ধার করল পুলিশ । কয়লা পাচার ও বেআইনিভাবে মজুতের অভিযোগে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। কয়লা কোথায় পাচারের ছক ছিল? খতিয়ে দেখছে পুলিশ। বীরভূম জেলা পুলিশ সূত্রে দাবি,সদাইপুরে মোটরবাইকে করে ৩৬ টন কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল , পাইকর এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৫০ টন কয়লা , উদ্ধার করা হয়েছে। দুষ্কৃতীরা পালাতে গেলে সেইসময় তাড়া করে পাচারকারীদের ধরে ফেলে পুলিশ।
উদ্ধার হয় প্রায় ৪ টন কয়লা। নানুরের পালিতপুরে কয়লা বোঝাই চারটি লরি আটক করা হয়। প্রায় একশো টন কয়লা উদ্ধার করে পুলিশ।রবিবারেও নলহাটির সরধা গ্রামে অভিযান চালায় পুলিশ।পুলিশ সূত্রে খবর, সেখানেও ট্রাক্টর থেকে প্রায় ১৮ টন কয়লা উদ্ধার করা হয়। সেদিনই কাঁকড়তলাতে এক ইটভাটা ব্যবসায়ী সাগর মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে আট টন কয়লা।