Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বিঘ্নে সম্পন্ন হল পুরভোট municipal

কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বিঘ্নে সম্পন্ন হল পুরভোট

কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বিঘ্নে সম্পন্ন হল পুরভোট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
municipal

কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বিঘ্নে সম্পন্ন হল পুরভোট ( municipal )। রবিবার সকাল থেকেই উৎসবের মেজাজে ভোট দিয়েছেন মানুষ । মেদিনীপুর , খড়্গপুর , ঘাটাল , রামজীবনপুর , খড়ার , চন্দ্রকোনা , ক্ষিরপাই এই ৭ টি পুরসভায় বিকেল ৫ টা পর্যন্ত ৭৩ শতাংশ ভোট পড়েছে। স্থানীয় ভোটার না হওয়ায় ডেপুটি ম্যাজিস্ট্রেট কে নিয়ে পুলিশ শনিবার গভীর রাতে মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে রেল বাংলো খালি করতে বলা হয় । তিনি পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। ভোটারদের যাতে প্রভাবিত না করতে পারেন এজন্য রবিবার দিনভর তাঁকে কার্যত গৃহবন্দী করে রাখে পুলিশ ।

 

রাজ্যের মন্ত্রী তথা এই জেলার পুরভোট ( municipal ) দলীয় ভাবে দায়িত্বে থাকা মানস ভুইঁয়া জানান , মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে মানুষ ভোট দিয়েছেন । একমাত্র মমতা ব্যানার্জির সৈনিকরা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেন । জনগনের আশীর্বাদ নিয়েই তৃণমূল প্রার্থীরা জয়ী হবেন । সুষ্ঠ নির্বাচন করার জন্য তিনি ভোটার , রাজ্য নির্বাচন কমিশন , জেলার পুলিশ প্ৰশাসনকে ধন্যবাদ জানান । তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা ও তাঁর স্ত্রী মৌসুমী হাজরা ( ২২ নম্বর ওয়ার্ডের প্রার্থী ) এদিন মেদিনীপুর শহরের স্মৃতিকণা প্রাথমিক বিদ্যালয়ের বুথে ভোট দেন ।

আর ও পড়ুন      রাশিয়ার বিজ্ঞাপন-ভিত্তিক আয়ের পথ বন্ধ করল গুগল

তিনি জানান , বিজেপি ও সিপিএম বেশ কিছু বুথ এলাকায় উত্তজেনা সৃষ্টির জন্য উস্কানিমূলক প্ররোচনা দিচ্ছিলেন ।তৃণমূল কর্মীরা সংযত ছিলেন । খড়্গপুরের ২২ নম্বর ওয়ার্ডে ট্রাফিক হাইস্কুলের বুথে কংগ্রেস ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে গোলমাল বেঁধে যায় । দুপক্ষকে সরাতে পুলিশ লাঠিচার্জ করে । এদিন সকাল ১১ টা নাগাদ ড্রোন উড়িয়ে মেদিনীপুর পুর এলাকায় নজরদারি চালায় পুলিশ । ধর্মা নাকা চেকিং এর কাছে তল্লাশি চালিয়ে পুলিশ শেখ হারু নামে এক যুবকের কাছ থেকে নগদ ১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে । মেদিনীপুর শহরের হবিবপুর সরস্বতী বিদ্যামন্দিরের বুথে এদিন দুপুরে অসুস্থ হয়ে পড়েন পুলিশ আধিকারীক রঞ্জন মুখার্জি । তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top