কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বিঘ্নে সম্পন্ন হল পুরভোট ( municipal )। রবিবার সকাল থেকেই উৎসবের মেজাজে ভোট দিয়েছেন মানুষ । মেদিনীপুর , খড়্গপুর , ঘাটাল , রামজীবনপুর , খড়ার , চন্দ্রকোনা , ক্ষিরপাই এই ৭ টি পুরসভায় বিকেল ৫ টা পর্যন্ত ৭৩ শতাংশ ভোট পড়েছে। স্থানীয় ভোটার না হওয়ায় ডেপুটি ম্যাজিস্ট্রেট কে নিয়ে পুলিশ শনিবার গভীর রাতে মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে রেল বাংলো খালি করতে বলা হয় । তিনি পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। ভোটারদের যাতে প্রভাবিত না করতে পারেন এজন্য রবিবার দিনভর তাঁকে কার্যত গৃহবন্দী করে রাখে পুলিশ ।
রাজ্যের মন্ত্রী তথা এই জেলার পুরভোট ( municipal ) দলীয় ভাবে দায়িত্বে থাকা মানস ভুইঁয়া জানান , মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে মানুষ ভোট দিয়েছেন । একমাত্র মমতা ব্যানার্জির সৈনিকরা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেন । জনগনের আশীর্বাদ নিয়েই তৃণমূল প্রার্থীরা জয়ী হবেন । সুষ্ঠ নির্বাচন করার জন্য তিনি ভোটার , রাজ্য নির্বাচন কমিশন , জেলার পুলিশ প্ৰশাসনকে ধন্যবাদ জানান । তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা ও তাঁর স্ত্রী মৌসুমী হাজরা ( ২২ নম্বর ওয়ার্ডের প্রার্থী ) এদিন মেদিনীপুর শহরের স্মৃতিকণা প্রাথমিক বিদ্যালয়ের বুথে ভোট দেন ।
আর ও পড়ুন রাশিয়ার বিজ্ঞাপন-ভিত্তিক আয়ের পথ বন্ধ করল গুগল
তিনি জানান , বিজেপি ও সিপিএম বেশ কিছু বুথ এলাকায় উত্তজেনা সৃষ্টির জন্য উস্কানিমূলক প্ররোচনা দিচ্ছিলেন ।তৃণমূল কর্মীরা সংযত ছিলেন । খড়্গপুরের ২২ নম্বর ওয়ার্ডে ট্রাফিক হাইস্কুলের বুথে কংগ্রেস ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে গোলমাল বেঁধে যায় । দুপক্ষকে সরাতে পুলিশ লাঠিচার্জ করে । এদিন সকাল ১১ টা নাগাদ ড্রোন উড়িয়ে মেদিনীপুর পুর এলাকায় নজরদারি চালায় পুলিশ । ধর্মা নাকা চেকিং এর কাছে তল্লাশি চালিয়ে পুলিশ শেখ হারু নামে এক যুবকের কাছ থেকে নগদ ১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে । মেদিনীপুর শহরের হবিবপুর সরস্বতী বিদ্যামন্দিরের বুথে এদিন দুপুরে অসুস্থ হয়ে পড়েন পুলিশ আধিকারীক রঞ্জন মুখার্জি । তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।