কয়েকশো বিঘে জমির পোস্ত গাছ নষ্ট করল আবগারি দফতর

কয়েকশো বিঘে জমির পোস্ত গাছ নষ্ট করল আবগারি দফতর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
কয়েকশো

কয়েকশো বিঘে জমির পোস্ত গাছ নষ্ট করল আবগারি দফতর।  ট্রাক্টর চালিয়ে ধ্বংস করে দেওয়া হল কয়েকশো বিঘে জমিতে চাষ করা পোস্তর গাছ। বিগত বছরগুলির মতো চলতি বছরও দামোদর নদের চরে অবৈধ ভাবে রমরমিয়ে চলছিল পোস্তর চাষ। এবার সেই অবৈধ চাষ বন্ধ করতে তৎপর হল বাঁকুড়া জেলা আবগারি দফতর। বাঁকুড়া জেলার মেজিয়া থানার অন্তর্গত বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে দামোদর নদের চর।

 

স্থানীয়ভাবে যার নাম চর মানা। এই চর মানাই অবৈধ পোস্ত কারবারিদের মুক্তাঞ্চল হিসাবে পরিচিত। চর মানার জমি কোনো ব্যাক্তি মালিকানাধীন না হওয়ায় এই জায়গায় পোস্ত চাষ করলে চাষীদের চিহ্নিতকরণ কঠিন। সেই সুযোগকে কাজে লাগিয়ে বছরের পর বছর ধরে বিঘের পর বিঘে জমিতে পোস্ত চাষ করে আসছেন একদল অসাধু কারবারি। চর মানা চারিদিক দিয়ে দামোদর নদের জলস্রোত দ্বারা ঘেরা থাকায় ওই এলাকায় পুলিশ ও আবগারি দফতরের নজরদারিও বেশ কষ্টসাধ্য।

 

স্বাভাবিক ভাবেই এই বিচ্ছিন্ন দ্বীপের মতো চর মানা হয়ে উঠেছে পোস্ত চাষীদের মুক্তাঞ্চল। সেই অবৈধ পোস্ত চাষ রুখতে এবার বড়োসড়ো পদক্ষেপ করল বাঁকুড়া জেলা আবগারি দপ্তর। আগেই চর মানা এলাকায় ড্রোন উড়িয়ে গোটা এলাকায় নজরদারি চালান আবগারি দফতরের আধিকারিকরা। কোন জমিতে পোস্তর চাষ হয়েছে তা ড্রোনের মাধ্যমে চিহ্নিতকরণ করে এবার পোস্ত গাছ ধ্বংসের কাজে কোমর বেঁধে নামল আবগারি দফতর।

 

আর ও পড়ুন      কলকাতা ছাড়ার আগে যা বলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

সোমবার সকাল থেকে দামোদরের বিস্তীর্ণ খাস এলাকায় ট্রাক্টর চালিয়ে মাড়িয়ে দেওয়া হয় কয়েকশো একর জমিতে অবৈধ ভাবে চাষ করা পোস্ত গাছ। আবগারি দপ্তরের পাশাপাশি এদিন মেজিয়া ব্লক প্রশাসন ও মেজিয়া থানার পুলিশ সমান ভাবে এই অভিযানে সামিল হয় । এই কারবারে আন্তঃরাজ্য মাদক চক্র জড়িয়ে আছে কী না তাও খতিয়ে দেখছে জেলা আবগারি দপ্তর।

 

আবগারি দফতরের বাঁকুড়া জেলা সুপারিন্টেন্ডেন্ট তুহীন নাগ বলেন, ” এলাকার ভৌগোলিক প্রতিবন্ধকতার সুবিধা নিয়ে কিছু সমাজবিরোধী এই অবৈধ চাষ করে চলেছে। আমাদের লাগাতার অভিযান চলছে। গতবছর আমরা বাঁকুড়া জেলায় পোস্ত চাষ কিছুটা হলেও ঠেকাতে সমর্থ হয়েছিলাম। তার জেরে এবার পোস্ত চাষের জমি অনেকটাই কমেছে। এবার সমাজবিরোধীরা অনেক ছড়িয়ে ছিটিয়ে পোস্ত চাষ করেছিল। আমরা তা ধ্বংস করে দিচ্ছি”।

 

কয়েকশো বিঘে জমির পোস্ত গাছ নষ্ট করল আবগারি দফতর।  ট্রাক্টর চালিয়ে ধ্বংস করে দেওয়া হল কয়েকশো বিঘে জমিতে চাষ করা পোস্তর গাছ। বিগত বছরগুলির মতো চলতি বছরও দামোদর নদের চরে অবৈধ ভাবে রমরমিয়ে চলছিল পোস্তর চাষ। এবার সেই অবৈধ চাষ বন্ধ করতে তৎপর হল বাঁকুড়া জেলা আবগারি দফতর। বাঁকুড়া জেলার মেজিয়া থানার অন্তর্গত বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে দামোদর নদের চর।

 

স্থানীয়ভাবে যার নাম চর মানা। এই চর মানাই অবৈধ পোস্ত কারবারিদের মুক্তাঞ্চল হিসাবে পরিচিত। চর মানার জমি কোনো ব্যাক্তি মালিকানাধীন না হওয়ায় এই জায়গায় পোস্ত চাষ করলে চাষীদের চিহ্নিতকরণ কঠিন। সেই সুযোগকে কাজে লাগিয়ে বছরের পর বছর ধরে বিঘের পর বিঘে জমিতে পোস্ত চাষ করে আসছেন একদল অসাধু কারবারি। চর মানা চারিদিক দিয়ে দামোদর নদের জলস্রোত দ্বারা ঘেরা থাকায় ওই এলাকায় পুলিশ ও আবগারি দফতরের নজরদারিও বেশ কষ্টসাধ্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top