
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২৩ শে সেপ্টেম্বরঃ বেআইনি নির্মাণ দেখিয়ে কয়েকশো কোটি টাকার প্রতারণা। গ্রেফতার ব্যবসায়ী আদিত্যলাল মুখার্জি। গ্রেফতার করলো বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর সল্টলেকে সোলস ইনফাস্ট্রাক্টচার নামে একটি অফিস খুলে বিভিন্ন সংবাদপত্রে গঙ্গার কাছে একটি নির্মিয়মান বাড়ির ছবি দেখিয়ে বিভিন্ন ব্যক্তির থেকে প্রায় কয়েকশো কোটি টাকা প্রতারণা করেন এই ব্যক্তি। তার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত। দীর্ঘ ১ বছর পর গতকাল রাতে সল্টলেকের একটি বাড়ি থেকে এই কোম্পানির কর্ণধার অভিযুক্ত আদিত্যলাল মুখার্জিকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। এর সাথে বেশকিছু প্রভাবশালী ব্যক্তি যোগাযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আজ তাকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর l



















