মালদা – বিজেপি সাংসদ ও আদিবাসী নেতা খগেন মুর্মু এবং বিধানসভার বিরোধী দলের চিফ হুইপ শংকর ঘোষের উপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল মালদা। সোমবার দলীয় কর্মীদের নিয়ে পথে নামে বিজেপি, তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয় দলীয় নেতৃত্ব। আন্দোলনের নেতৃত্ব দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
মালদার রাস্তায় এদিন বিজেপির প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পরিবেশ। স্লোগান ওঠে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি ও বিরোধী দলের উপর হামলার বিরুদ্ধে। সুকান্ত মজুমদার অভিযোগ তোলেন, “রাজ্যে তৃণমূল সরকার বিরোধীদের দমন করতে প্রশাসনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা চলছে।” তিনি দাবি করেন, রাজ্য জুড়ে বিজেপি নেতাদের উপর হামলা প্রমাণ করছে যে রাজ্যে আইনের শাসন নেই।
এদিনের আন্দোলনে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, বিজেপি নেতা অম্লান ভাদুড়ি, নীলাঞ্জন দাস, হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু সহ আরও অনেকেই। তাঁরা সকলেই একবাক্যে দাবি করেন, এই হামলার সঙ্গে যুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
বিজেপির এই প্রতিবাদ কর্মসূচি ঘিরে মালদা জুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসনও বাড়িয়ে দেয় নিরাপত্তা ব্যবস্থা যাতে কোনওরকম অশান্তি না ছড়ায়।
