পশ্চিম মেদিনীপুর- সোমবার ভোররাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে জাতীয় সড়কে একটি কন্টেনারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল আটটি নতুন প্রাইভেট কার। ভোর চারটে নাগাদ ঘটে যাওয়া এই ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, চেন্নাই থেকে আসা একটি কন্টেনার কলকাতা ও আসানসোলের উদ্দেশ্যে প্রাইভেট কার ডেলিভারি দিতে রওনা হয়েছিল। কিন্তু খড়গপুর লোকাল থানার অন্তর্গত কৃষ্ণনগর পার্কিং এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারটি রাস্তার ধারে থাকা ব্যারিয়ারে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের ফলে কন্টেনারের পেট্রোল ট্যাংকে আগুন ধরে যায়, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে।
স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও সফল হতে পারেননি। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় খড়গপুর লোকাল থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় কন্টেনারে কোনও খালাসি উপস্থিত ছিল না। চালক ঘুমিয়ে পড়ায় গাড়ির নিয়ন্ত্রণ হারানোই এই দুর্ঘটনার মূল কারণ বলে মনে করা হচ্ছে। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। তবে কন্টেনারের ভিতরে থাকা আটটি নতুন প্রাইভেট কার সম্পূর্ণভাবে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত রাস্তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি তুলেছেন।
