উত্তর ২৪ পরগনা- খড়দহ ও কামারহাটি থানার যৌথ উদ্যোগে পানিহাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে গোপন অভিযান চালিয়ে উদ্ধার করা হলো বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। অভিযানে নেতৃত্ব দেন দুই থানার আধিকারিকরা। অভিযান চালানো হয় এলাকার কুখ্যাত দুষ্কৃতি নয়িম আলি ওরফে ‘নেপালি’-র বাড়িতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নেপালির বাড়ি থেকে উদ্ধার হয়েছে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, প্রচুর গুলি ও কার্তুজ। অভিযানের সময় বাড়িতে না থাকায় এখনও পলাতক নেপালি ও তার দলের অন্যান্য সদস্যরা।
তদন্তকারীদের মতে, পানিহাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দের ঘনিষ্ঠ বলেই পরিচিত নেপালি। তার বাড়িতে এত বিপুল অস্ত্রভাণ্ডার কীভাবে এলো, তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন পুলিশ প্রশাসন।
নেপালির খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চালানো হচ্ছে বিভিন্ন এলাকায়। দুষ্কৃতির রাজনৈতিক সংযোগ ও অস্ত্র মজুদের বিষয়টি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় মহলে।
পুলিশ জানিয়েছে, খুব শীঘ্রই নেপালিকে গ্রেপ্তার করে পুরো চক্রের হদিস পেতে তৎপরতা আরও বাড়ানো হবে।
