খড়দায় আত্মহত্যা মামলায় প্ররোচনার অভিযোগ, বিরোধী দলনেতার পাল্টা দাবি ‘অভিযোগ সাজানো’

খড়দায় আত্মহত্যা মামলায় প্ররোচনার অভিযোগ, বিরোধী দলনেতার পাল্টা দাবি ‘অভিযোগ সাজানো’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – খড়দা থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করলেন মৃত প্রদীপ করের পরিবারের সদস্যরা। এনআরসি আতঙ্কে আগরপাড়ার বাসিন্দা প্রদীপ কর গত মঙ্গলবার আত্মহত্যা করেছিলেন। বুধবার তাঁর বাড়িতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই নতুন মোড় নেয় ঘটনাটি।

প্রদীপ করকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে— এই অভিযোগে বৃহস্পতিবার মৃতের ভাইয়ের স্ত্রী খড়দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এই অভিযোগ সম্পূর্ণ সাজানো।

নন্দীগ্রামে এক পুজো উদ্বোধনের মঞ্চ থেকে শুভেন্দু বলেন, “৭ ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে, বাজ পড়ে মরলে— সব কিছুকেই রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে।” তাঁর দাবি, ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে NRC বাস্তবায়িত হলেও কারোর অসুবিধা হচ্ছে না, “শুধু পিসি-ভাইপোর হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা পুকুর কেটেছি, অভিষেক মাছ খেয়েছে। আমরা লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছি। আমরা ন্যাচারাল প্রোডাক্ট, কিন্তু অভিষেক কার্বাইড দিয়ে পাকানো মাল।” পাশাপাশি শুভেন্দু দাবি করেন, প্রদীপ করের ‘চিঠি’র হস্তাক্ষর যেন সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষা হয় এবং তা হাইকোর্টের তত্ত্বাবধানে হয়।

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কমিশনকে ঘিরে মন্তব্য নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, “আতে ঘা লেগেছে, বুঝতে পারছে, এবার যাবে।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top