ভাতারের খড়ি নদী থেকে অবৈধভাবে বালি চুরি, চললো অভিযান । ভাতারের খড়ি নদী থেকে অবৈধভাবে বালি চুরি হচ্ছে, খবর আসতে অভিযান চালালো ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক। পূর্ব বর্ধমান জেলার ভাতারের খড়ি নদীর মাহাচান্দা অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে চুরি হচ্ছে বালি।
এই বিষয়ে একাধিকবার অভিযান চালিয়ে ভাতার থানার পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার ও বেশ কয়েকটি ট্রাক্টর আটক করেছে। আজ গোপনসূত্রে খবর পেয়ে ভাতার থানার পুলিশ জানতে পারে নদীর চড়ে চলছে অবৈধভাবে বালি চুরির কাজে যুক্ত ভাতারের ঝিকরডাঙ্গা গ্রামে একদল বালি মাফিয়ারা।
খবর পেতেই বিশাল পুলিশবাহিনী নিয়ে ওই জায়গায় হানা দেয়। পুলিশ আসছে দেখেই তারা পালিয়ে যায়। প্রায় শতাধিক বস্তা বালি নষ্ট করে দেয় পুলিশ। পুলিশের এই অভিযানের খুশি এলাকার মানুষ।ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সৈকত মন্ডল জানান, আগামী দিনেও চলবে এই অভিযান ।
আর ও পড়ুন লটারি ও জেরক্স দোকানের আড়ালে জাল নোটের কারবার, চললো সিআইডি হানা
উল্লেখ্য, ভাতারের খড়ি নদী থেকে অবৈধভাবে বালি চুরি, চললো অভিযান । ভাতারের খড়ি নদী থেকে অবৈধভাবে বালি চুরি হচ্ছে, খবর আসতে অভিযান চালালো ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক। পূর্ব বর্ধমান জেলার ভাতারের খড়ি নদীর মাহাচান্দা অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে চুরি হচ্ছে বালি।এই বিষয়ে একাধিকবার অভিযান চালিয়ে ভাতার থানার পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার ও বেশ কয়েকটি ট্রাক্টর আটক করেছে।
আজ গোপনসূত্রে খবর পেয়ে ভাতার থানার পুলিশ জানতে পারে নদীর চড়ে চলছে অবৈধভাবে বালি চুরির কাজে যুক্ত ভাতারের ঝিকরডাঙ্গা গ্রামে একদল বালি মাফিয়ারা। খবর পেতেই বিশাল পুলিশবাহিনী নিয়ে ওই জায়গায় হানা দেয়। পুলিশ আসছে দেখেই তারা পালিয়ে যায়। প্রায় শতাধিক বস্তা বালি নষ্ট করে দেয় পুলিশ। পুলিশের এই অভিযানের খুশি এলাকার মানুষ।ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সৈকত মন্ডল জানান, আগামী দিনেও চলবে এই অভিযান । ভাতারের খড়ি নদী থেকে অবৈধভাবে বালি চুরি, চললো অভিযান । ভাতারের খড়ি নদী থেকে অবৈধভাবে বালি চুরি হচ্ছে, খবর আসতে অভিযান চালালো ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক। পূর্ব বর্ধমান জেলার ভাতারের খড়ি নদীর মাহাচান্দা অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে চুরি হচ্ছে বালি।
এই বিষয়ে একাধিকবার অভিযান চালিয়ে ভাতার থানার পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার ও বেশ কয়েকটি ট্রাক্টর আটক করেছে। আজ গোপনসূত্রে খবর পেয়ে ভাতার থানার পুলিশ জানতে পারে নদীর চড়ে চলছে অবৈধভাবে বালি চুরির কাজে যুক্ত ভাতারের ঝিকরডাঙ্গা গ্রামে একদল বালি মাফিয়ারা।খবর পেতেই বিশাল পুলিশবাহিনী নিয়ে ওই জায়গায় হানা দেয়। পুলিশ আসছে দেখেই তারা পালিয়ে যায়। প্রায় শতাধিক বস্তা বালি নষ্ট করে দেয় পুলিশ। পুলিশের এই অভিযানের খুশি এলাকার মানুষ।ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সৈকত মন্ডল জানান, আগামী দিনেও চলবে এই অভিযান ।