নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,১০ই সেপ্টেম্বর : কার সেডে ঢোকার মুখেই লাইনচ্যুত ইঞ্জিন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের রামনগর এলাকায়। এদিন একটি প্যাসেঞ্জার ট্রেন যাত্রী খালি করে রামনগর কার সেডে যাওয়ার মুখেই লাইনচ্যুত হয় বগি। খালি ট্রেন থাকায় ঘটনায় হতাহতের কোনো খবর নেই।
একই সাথে এই ঘটনার জেরে ট্রেন চলাচলের কোন প্রভাব পড়বে না বলে রেল কর্তৃপহ্মের তরফে জানানো হয়েছে। ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। কি কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।