রাজ্য – জল্পনার অবসান ঘটিয়ে খড়্গপুর পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা খড়্গপুর মহকুমাশাসকের দফতরে এসে পৌঁছয়। নতুন ব্যবস্থায় খড়্গপুর পুরসভার যাবতীয় প্রশাসনিক দায়িত্ব সামলাবেন মহকুমাশাসকই। তাঁকেই পুর প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই খড়্গপুর পুরসভার কাজকর্ম এবং সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া নিয়ে একাধিক অসন্তোষ জমছিল। নাগরিক পরিষেবার ক্ষেত্রে ঘাটতির অভিযোগ উঠছিল বারবার। এই পরিস্থিতির প্রেক্ষিতেই গত ২১ ডিসেম্বর পুর ও নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে খড়্গপুর পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।
নির্ধারিত সময়ের মধ্যে পুরবোর্ড সেই শোকজের উত্তর দিলেও, দফতরের আধিকারিকরা সেই জবাবে সন্তুষ্ট হননি বলে নবান্ন সূত্রে খবর। এরপরই কড়া সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটে রাজ্য সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় মহকুমাশাসকের দফতরে পাঠানো চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, বর্তমান নির্বাচিত বোর্ডকে সরিয়ে প্রশাসনের হাতেই পুরসভা পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে।
ফলে আপাতত নির্বাচিত জনপ্রতিনিধিদের বদলে প্রশাসনিক ব্যবস্থাপনায় চলবে খড়্গপুর পুরসভা। পরিষেবা ব্যবস্থার ঘাটতি পূরণ এবং প্রশাসনিক শৃঙ্খলা ফেরাতেই এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।




















