সিরিয়ার মাটিতে খতম করা হলো আল কায়দার বড়ো মাথাকে। গত ৩১ আগস্ট আফগানিস্তান থেকে দেশে ফিরেছে মার্কিন সেনা। সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে বাইডেন প্রশাসনের ওপর অখুশি দেশের বেশিরভাগ মানুষ। এই অবস্থায় জঙ্গি দমন অভিযানই দেশের লোকের আস্থা অর্জন করার অন্যতম উপায় বাইডেন সরকারের সামনে।
ফলে, এবার সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আল কায়দার এক শীর্ষ নেতাকে মেরে ফেলল মার্কিন সেনা। অন্তত তেমনটাই দাবি করা হয়েছে তাদের সেন্ট্রাল কম্যান্ডের তরফে।জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর সিরিয়ার ইদলিব প্রদেশে হামলা চালায় আমেরিকান সেনা। সেই হামলায় মৃত্যু হয়েছে আল কায়দার শীর্ষ নেতা সেলিম আবু আহমেদ।
আর ও পড়ুন অবশেষে বিচ্ছেদের ঘোষণা করলেন সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য
পেন্টাগন সুত্রে খবর, এই সেলিম আবু আহমেদ জঙ্গি সংগঠনটির বেশ বড় মাথা। নাশকতার পরিকল্পনা থেকে জঙ্গি কার্যকলাপের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করত আহমেদই। সেন্ট্রাল কম্যান্ডের মুখপাত্র জন রিগসবি বললেন, বড়ই ভয়ঙ্কর এই জঙ্গি।
সে শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, গোটা দুনিয়া জুড়ে নাশকতার ছক কষত এবং তা বাস্তবায়িত করার কাজ চালাত। তবে মার্কিন হামলাতে সিরিয়ার কোনও সাধারণ মানুষের ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, সিরিয়ার মাটিতে খতম করা হলো আল কায়দার বড়ো মাথাকে। গত ৩১ আগস্ট আফগানিস্তান থেকে দেশে ফিরেছে মার্কিন সেনা। সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে বাইডেন প্রশাসনের ওপর অখুশি দেশের বেশিরভাগ মানুষ। এই অবস্থায় জঙ্গি দমন অভিযানই দেশের লোকের আস্থা অর্জন করার অন্যতম উপায় বাইডেন সরকারের সামনে। ফলে, এবার সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আল কায়দার এক শীর্ষ নেতাকে মেরে ফেলল মার্কিন সেনা।
অন্তত তেমনটাই দাবি করা হয়েছে তাদের সেন্ট্রাল কম্যান্ডের তরফে।জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর সিরিয়ার ইদলিব প্রদেশে হামলা চালায় আমেরিকান সেনা। সেই হামলায় মৃত্যু হয়েছে আল কায়দার শীর্ষ নেতা সেলিম আবু আহমেদ।