মুখ খোলা খনি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

মুখ খোলা খনি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
খনি

মুখ খোলা খনি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার । জানা গিয়েছে,  আসানসোলের সালানপুর এরিয়ার ইসিএলের মোহনপুর পাহার গোড়া খোলামুখ খনি থেকে ৬০০ ফুট গভীরে পড়ে মারা গেলেন এক যুবক।বুধবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর থানার অন্তর্গত মোহনপুর খোলা মুখ খাদানে।

 

মৃত যুবকের নাম সঞ্জয় বাউরি (২৬)। পর্বতপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সুত্রে জানা গিয়েছে,  বুধবার সকাল বেলা বাড়ি থেকে দুই কিলো মিটার দূরে মোহনপুর খোলা মুখ খনির পাশে গরু চরাতে গিয়েছিলেন ওই যুবক ।সেইসময় খাদানে পাশে গরুকে তাড়াতে গিয়ে কোন কারনে কয়লা খাদানে পা পিছলে খনির গভীরে পরে যায়।

 

আর ও   পড়ুন  বিধ্বংসী অগ্নিকান্ড, আগুনে পুড়ে ছাই চিপস তৈরির কারখানা

 

এরপর খনির কর্মরত এক কর্মী ওই মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দিলে খবর পেয়ে সালানপুর থানার পাহাড় গোড়া ক্যাম্পের পুলিশ সেখানে আসে এবং সিআই এসএফ এর নিরাপত্তা রক্ষীরা পৌঁছায় এছাড়া আশেপাশের বহু মানুষ ঘটনাস্থলে পৌঁছায়।

 

প্রায় ৬০০ ফুট গভীর থেকে স্থানীয় মানুষজন ও ইসিএল এর সহায়তায় প্রায় তিনঘন্টা পর মৃত সঞ্জয় বাউরিকে উদ্ধার করে নিয়ে যাওযা হয় ।তবে মোহনপুর এর মত চালু খোলা মুখ খনিতে দিনের আলোয় এইভাবে যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া ছড়িয়ে পড়েছে ।

 

উল্লেখ্য, মুখ খোলা খনি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার । জানা গিয়েছে,  আসানসোলের সালানপুর এরিয়ার ইসিএলের মোহনপুর পাহার গোড়া খোলামুখ খনি থেকে ৬০০ ফুট গভীরে পড়ে মারা গেলেন এক যুবক।বুধবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর থানার অন্তর্গত মোহনপুর খোলা মুখ খাদানে।

 

মৃত যুবকের নাম সঞ্জয় বাউরি (২৬)। পর্বতপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সুত্রে জানা গিয়েছে,  বুধবার সকাল বেলা বাড়ি থেকে দুই কিলো মিটার দূরে মোহনপুর খোলা মুখ খনির পাশে গরু চরাতে গিয়েছিলেন ওই যুবক ।সেইসময় খাদানে পাশে গরুকে তাড়াতে গিয়ে কোন কারনে কয়লা খাদানে পা পিছলে খনির গভীরে পরে যায়।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top