খনিগর্ভে আগুন,শ্রমিকদের ওপরে ওঠানো হল তড়িঘড়ি। পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার কেন্দা এরিয়ার বহুলা কোলিয়ারি ও সি এল জামবাদ কোলারিতে khoni গর্ভে আগুন লাগার ঘটনায় ইসি এল এর খনি শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনাস্থলে ইসিএল এর আধিকারিকরা এসে খনি শ্রমিকদের দ্রুত ওপরে ওঠার নির্দেশ দেন। তড়িঘড়ি খনি কর্মীরা উঠে আসেন।
প্রসঙ্গত উল্লেখ্য ওই এলাকায় খোলা মুখ খনি সম্প্রসারণের কাজ চালু হয়েছে, যার ফলে খনি গহ্বরের ভিতরে জল ঢুকে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে অভিযোগ। ইসিএলের এজেন্ট আরকেপি সিং জানান কোনও ক্ষয়ক্ষতি হয়নি শ্রমিকদের নিরাপদে উপরে উঠিয়ে নেওয়া আসা হয়েছে।কয়লার সিমে আগুন লেগেছে বলে আশঙ্কা।এখন দেখার কত দ্রুত এই আগুন নিয়ন্ত্রণ করে ফের খনি গর্ভে কয়লা কাটার কাজ শুরু হয়।।
আরও পড়ুন – জমা জলে দুর্ভোগ,খানা খন্দে ভরা রাস্তা, প্রায়ই ঘটছে দুর্ঘটনা
উল্লেখ্য, পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার কেন্দা এরিয়ার বহুলা কোলিয়ারি ও সি এল জামবাদ কোলারিতে khoni গর্ভে আগুন লাগার ঘটনায় ইসি এল এর খনি শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনাস্থলে ইসিএল এর আধিকারিকরা এসে খনি শ্রমিকদের দ্রুত ওপরে ওঠার নির্দেশ দেন।
তড়িঘড়ি খনি কর্মীরা উঠে আসেন। প্রসঙ্গত উল্লেখ্য ওই এলাকায় খোলা মুখ খনি সম্প্রসারণের কাজ চালু হয়েছে, যার ফলে খনি গহ্বরের ভিতরে জল ঢুকে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে অভিযোগ। ইসিএলের এজেন্ট আরকেপি সিং জানান কোনও ক্ষয়ক্ষতি হয়নি শ্রমিকদের নিরাপদে উপরে উঠিয়ে নেওয়া আসা হয়েছে।কয়লার সিমে আগুন লেগেছে বলে আশঙ্কা। এখন দেখার কত দ্রুত এই আগুন নিয়ন্ত্রণ করে ফের খনি গর্ভে কয়লা কাটার কাজ শুরু হয়।। খনিগর্ভে আগুন