নিজস্ব সংবাদদাতা, আসানসোল, ৭ই নভেম্বর, বৃহস্পতিবার সকালে খনিতে কাজ চলা কালিন হঠাৎ জেসিবি মেশিনে আগুন লেগে যাওয়ার ঘটনাকে ঘিরে ব্যপক উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটেছে আসানসোলের ইসিএলের কুনুস্তোরিয়া এরিয়ার নর্থ সিহাড়সোল খোলামুখ খনিতে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার খনির মধ্যে জিসিবি মেসিন টি নিয়ে কাজ শুরু করা হয়। সেই সময় ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। জিসিবির অপেরেটার প্রানের ভয়ে গাড়ি ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল আসে। রানিগঞ্জ থেকে দুটি দমকলের ইঞ্জিন এসে প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় আনুমানিক ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। তবে এই বিষয়ে ইসিএলের আধিকারিকেরা এখনও মুখ খোলেননি।