
নিজস্ব সংবাদদাতা, বীরভূম : গতকাল রাতে খয়রাশোল থানার পাঁচড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগাশোলা গ্রামের একটা বাড়ি থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হয়। প্রায় পঞ্চাশটার মতো বোমা আছে বলে খবর পাওয়া যাচ্ছে। চারটি স্টিলের বালতি, দুটো প্লাস্টিকের বালতি ও একটা জেরিকেনে বোমা গুলি রাখা আছে। কী উদ্দেশ্যে কারা বোমাগুলি রেখেছে খয়রাশোল থানার পুলিশ তা তদন্ত করে দেখছে। যে বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছে সেটি একটি পরিত্যক্ত বাড়ি সেখানে এখন আর বর্তমানে কেউ থাকেনা।