মালদা পুরসভার প্রার্থীদের একটি খসড়া তালিকা প্রকাশ করলো তৃনমূলের জেলা নেতৃত্ব

মালদা পুরসভার প্রার্থীদের একটি খসড়া তালিকা প্রকাশ করলো তৃনমূলের জেলা নেতৃত্ব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
খসড়া

মালদা পুরসভার প্রার্থীদের একটি খসড়া তালিকা প্রকাশ করলো তৃনমূলের জেলা নেতৃত্ব। পুর নির্বাচনে মালদার ইংরেজবাজার এবং পুরাতন মালদা পুরসভার প্রার্থীদের একটি খসড়া তালিকা প্রকাশ করলো তৃনমূলের জেলা নেতৃত্ব। যদিও এই খসড়া তালিকায় ইংরেজবাজার পৌরসভার ১৩ এবং ২৫ নম্বর ওয়ার্ডের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষনা করতে পারি নি তৃনমূল। যদিও দুই ওয়ার্ডের প্রার্থীদের নাম আগে থেকেই ঘোষণা করেছিল তৃণমূল নেতৃত্ব। ১৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী করা হয়েছিল দুলাল চক্রবর্তীকে এবং ২৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী করা হয়েছিল কাকলি কর্মকারকে। দলীয় সূত্রে জানা গিয়েছে ওই দুই প্রার্থী নির্বাচনে দাঁড়াতে অনীহা প্রকাশ করেছে। ফলে নতুন করে ওই ওয়ার্ডের প্রার্থী রদবদল হতে পারে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

 

রবিবার দুপুরে মালদা জেলা পরিষদের অতিথিশালায় ইংরেজবাজার এবং পুরাতন মালদার তৃণমূল নেতৃত্ব এবং প্রার্থীদের নিয়ে একটি বৈঠক করে মালদা জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক রহিম বক্সী এবং রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী এবং সাবিত্রী মিত্র।

 

বৈঠক শেষে দলের জেলা সভাপতি তথা বিধায়ক রহিম বক্সী জানিয়েছেন, প্রার্থী তালিকায় নতুন করে কৃষ্ণেন্দু চৌধুরী ১০ নম্বর ওয়ার্ড থেকে এবং ৮ নম্বর ওয়ার্ড থেকে কাকলি চৌধুরী পুরো নির্বাচনী লড়াই করবে । ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাস এবার প্রার্থী হচ্ছেন না। সেই জায়গায় তৃণমূলের নতুন মুখ তাপসী দাসকে করা হয়েছে। যদিও ওই ওয়ার্ডটি এবারে সংরক্ষণের জেরে  মহিলা হয়েছে ।

 

আর ও পড়ুন    প্রয়াত লতা মঙ্গেশকর, দেশজুড়ে শোকের ছায়া

 

দলীয় সূত্রে জানা গিয়েছে, ২০ এবং ২১ নম্বর ওয়ার্ড থেকে যথাক্রমে বাবলা সরকার এবং তার স্ত্রী চৈতালি সরকার প্রার্থী হচ্ছেন । যদিও ২২ এবং ২৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষণের জেরে রদবদল  হওয়ায় নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার স্ত্রী অঞ্জু তেওয়ারি প্রার্থী হতে পারছেন না। যদিও নরেন্দ্রনাথ তেওয়ারি ২৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী দাঁড় করানোর কথা জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। একই রকমভাবে পুরাতন মালদা পুরসভার আরো বেশ কিছু ওয়ার্ডের রদবদল করা হয়েছে।

 

তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী এদিন ইংরেজবাজার এবং পুরাতন মালদা পৌরসভার ২৯ টি এবং ২০ টি ওয়ার্ডের প্রার্থীদের নাম ঘোষণা করেন।  তৃণমূলের জেলা সভাপতি বলেন , প্রাথমিকভাবে দুই পুরসভার তৃণমূলের প্রার্থীদের একটি খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। যদিও এখনও ইংরেজবাজার পৌরসভার ১৩ এবং ২৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী নিয়ে কিছুটা জটিলতা রয়েছে সবটাই নির্ভর করছে রাজ্য নেতৃত্বের ওপর। এখনই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করছি এমনটাই নয়। এটা প্রাথমিক খসড়া একটি তালিকা। পরবর্তীতে এই প্রার্থী তালিকা রদবদল হতে পারে। সবটাই নির্ভর করছে দলের রাজ্য নেতৃত্বের ওপর।

 

এদিকে ৯ ফেব্রুয়ারি পুরো নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। হাতে মাত্র ১৩ দিন সময় থাকলেও তৃণমূলের চূড়ান্ত প্রার্থী তালিকা কবে ঘোষণা হবে তা নিয়ে দলেরই একটি মহলের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। যদিও সবটাই সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানিয়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top