রাজ্য – খসড়া ভোটার তালিকা প্রকাশের পর রাজ্যজুড়ে শুরু হওয়া বিতর্ক ও উদ্বেগের আবহে বিএলএ-দের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২২ ডিসেম্বর নেতাজি ইন্ডোরে এই বৈঠক হবে। মূলত কলকাতা, হাওড়া ও হুগলি লাগোয়া জেলার বিএলএ-দের পাশাপাশি নির্দিষ্ট বিধানসভায় বুথে বুথে ঘুরে ভোট সংক্রান্ত কাজে যুক্ত গুরুত্বপূর্ণ কর্মীদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে।
খসড়া তালিকায় যেসব নাম বাদ পড়েছে, সেগুলি কেন বাদ গেল এবং কোনও বৈধ ভোটারের নাম ভুল করে বাদ দেওয়া হয়েছে কি না—এই বিষয়েই মুখ্যমন্ত্রী মূল বার্তা দেবেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশের পরই নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর নিয়ে এক দফা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কালীঘাটে নিজের বাড়িতেই তিনি বৈঠকে বসেন ভবানীপুরের বিএলএ ও পুর এলাকার কাউন্সিলরদের সঙ্গে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সিও।
এসআইআর ঘোষণার পর থেকেই বুথ ধরে ধরে ক্যাম্প শুরু করে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া তালিকায় যত নাম বাদ গিয়েছে, সেগুলি কতটা বৈধ আর কতটা অবৈধ—তা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে তিনি স্পষ্ট করে বলেন, পাড়ায় পাড়ায় ক্যাম্প করে মানুষের পাশে থাকতে হবে এবং প্রয়োজনীয় সবরকম সহযোগিতা দিতে হবে।
নথি সংক্রান্ত সমস্যায় যাঁরা পড়ছেন, তাঁদের ‘মে আই হেল্প ইউ’ ক্যাম্পে নিয়ে যাওয়ার পাশাপাশি প্রয়োজনে বাড়িতে গিয়েও সাহায্য করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কোনও অবস্থাতেই বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। একই সঙ্গে সরকারি বিএলও এবং দলের বিএলএ-দের মধ্যে বুথভিত্তিক সমন্বয় ঠিকঠাক ছিল কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কোথাও কোথাও ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে ভুল হতে পারে। সেই কারণেই মুখ্যমন্ত্রী বাড়ি বাড়ি গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন। জীবিত কোনও ভোটারকে ভুল করে ‘মৃত’ দেখানো হয়েছে কি না, এমন ঘটনাও খতিয়ে দেখতে বলেছেন তিনি। বহুতলেও নজর রাখার কথাও উঠে এসেছে নির্দেশনায়।
পরবর্তী ধাপে যেসব ভোটারকে শুনানির জন্য ডাকা হবে, তাঁরা যাতে কোনও সমস্যায় না পড়েন, সেদিকেও নজর রাখতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ওয়ার্ডভিত্তিক রিপোর্ট তৈরি করার নির্দেশও দিয়েছেন তিনি। দলের অন্দরমহলে এই বৈঠককে ভোটার তালিকা সংশোধন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
খসড়া ভোটার তালিকা নিয়ে সতর্কবার্তা, বিএলএ-দের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী
খসড়া ভোটার তালিকা নিয়ে সতর্কবার্তা, বিএলএ-দের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















