কালীপুজোর আগেই বাজার দরে রীতিমতো ছ্যাকা খাচ্ছেন মধ্যবিত্তরা

কালীপুজোর আগেই বাজার দরে রীতিমতো ছ্যাকা খাচ্ছেন মধ্যবিত্তরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
খাচ্ছেন

কালীপুজোর আগেই বাজার দরে রীতিমতো ছ্যাকা খাচ্ছেন মধ্যবিত্তরা । আগামীকালই  কালীপুজো, দীপাবলির উৎসবে মেতে উঠবে গোটা রাজ্য। কোথাও কোথাও দীপান্বিতা লক্ষ্মী পুজো রয়েছে। কিন্তু এই পুজোর জন্য প্রয়োজন যে সবজি, ফলের তার দাম আকাশছোঁয়া। কালীপুজোর আগের দিনেই বাজার দরে রীতিমতো ছাক্যা খেতে চলেছেন মধ্যবিত্তরা।

 

বাজারে জ্যোতি আলু ১৮-২০ টাকা প্রতি কেজি, চন্দ্রমুখী আলু ২৫-৩০ টাকা, পটল ৮০ টাকা, কুমড়ো ২০-২৫ টাকা, টম্যাটো ৮০-১০০ টাকা, কাঁচা লঙ্কা ১০০-১৩০ টাকা প্রতি কেজি। ফলের দিকে আপেল ১৮০-২২০ টাকা প্রতি কেজি, কলা ডজন প্রতি ৫০ টাকার আশেপাশে। নারকেল প্রতি পিস ৩০-৫০ টাকা, মোসাম্বি ৬০ টাকা প্রতি কেজি, কমলালেবু ৭০-৮০ টাকা।এদিকে দাম বেড়েছে মাছেরও। রুই মাছ বাজারে বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা কেজিতে। কাতলা মাছ ২৫০-৩০০ টাকা প্রতি কেজি। যদিও কিছুটা কমেছে মুরগির মাংসের।

 

আর ও  পড়ুন  কলকাতা ও হাওড়ায় পুরভোট কবে হতে পারে? জেনে নিন

 

পুজোর মুখে   নিত্য প্রয়োজনীয় জিনিসের দামবৃদ্ধির ফলে চরম সমস্যায় সাধারণ মানুষ। কালীপুজোর আগে ফল, শাক-সবজির এই আকাশছোঁয়া দামের ফলে অতিরিক্ত টাকা ব্যয় করতে হচ্ছে সাধারণ মানুষ থেকে বারোয়ারি ক্লাবগুলিকে।

 

এদিকে পরিস্থিতির ওপর নির্ভর করে মূল্যবৃদ্ধি রুখতে মঙ্গলবার সকালে বিভিন্ন বাজারে অভিযান চালায় এনফর্সমেন্ট বিভাগের আধিকারিকরা। তবে অতিবৃষ্টিতে প্রচুর সবজি নষ্ট হয়েছে। যার ফলে চাহিদার তুলনায় জোগান বাজারে অনেকটাই কম। এদিকে লাগাতার জ্বালানির দাম বৃদ্ধির ফলে বেড়েছে গাড়ি ভাড়াও। যার ফলে এর আঁচ এসে পড়ছে ফল, শাক-সবজিতেও।

 

উল্লেখ্য, কালীপুজোর আগেই বাজার দরে রীতিমতো ছ্যাকা খাচ্ছেন মধ্যবিত্তরা । আগামীকালই  কালীপুজো, দীপাবলির উৎসবে মেতে উঠবে গোটা রাজ্য। কোথাও কোথাও দীপান্বিতা লক্ষ্মী পুজো রয়েছে। কিন্তু এই পুজোর জন্য প্রয়োজন যে সবজি, ফলের তার দাম আকাশছোঁয়া। কালীপুজোর আগের দিনেই বাজার দরে রীতিমতো ছাক্যা খেতে চলেছেন মধ্যবিত্তরা।

 

বাজারে জ্যোতি আলু ১৮-২০ টাকা প্রতি কেজি, চন্দ্রমুখী আলু ২৫-৩০ টাকা, পটল ৮০ টাকা, কুমড়ো ২০-২৫ টাকা, টম্যাটো ৮০-১০০ টাকা, কাঁচা লঙ্কা ১০০-১৩০ টাকা প্রতি কেজি। ফলের দিকে আপেল ১৮০-২২০ টাকা প্রতি কেজি, কলা ডজন প্রতি ৫০ টাকার আশেপাশে। নারকেল প্রতি পিস ৩০-৫০ টাকা, মোসাম্বি ৬০ টাকা প্রতি কেজি, কমলালেবু ৭০-৮০ টাকা।এদিকে দাম বেড়েছে মাছেরও। রুই মাছ বাজারে বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা কেজিতে। কাতলা মাছ ২৫০-৩০০ টাকা প্রতি কেজি। যদিও কিছুটা কমেছে মুরগির মাংসের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top