ভারতীয় খাদ্য নিগমের পক্ষ থেকে মালদায় বিশেষ কর্মশালা

ভারতীয় খাদ্য নিগমের পক্ষ থেকে মালদায় বিশেষ কর্মশালা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভারতীয় খাদ্য নিগমের পক্ষ থেকে মালদায় বিশেষ কর্মশালা। বুধবার মালদায় আয়োজিত হল ভারতীয় খাদ্য নিগম (ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া) তরফে একটি বিশেষ কর্মশালা। পুরাতন মালদার মঙ্গলবাড়ী নলডুবি সংলগ্ন এলাকার ভারতীয় খাদ্য নিগম দপ্তরের একটি কনফারেন্স হলে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।

 

মূলত করোনা পরিস্থিতিতে ভারতীয় খাদ্য নিগম (ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া) তাদের কাজ কীভাবে চালিয়ে গেছে তা জনসাধারণের সম্মুখে তুলে ধরতেই এই কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন ভারতীয় খাদ্য নিগম মালদা জেলার পদস্থ কর্তারা উপস্থিত হয়েছিলেন।এদিন পুরাতন মালদার সাহাপুর হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে ভারতীয় খাদ্য নিগমের মালদার অফিস এবং সমস্ত গোডাউন, রেক পয়েন্ট সহ অন্যান্য বিষয়বস্তুগুলো ঘুরে দেখানো হয়।

আর ও পড়ুন     বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ দিন ধরে সহবাস করার অভিযোগ

সংশ্লিষ্ট দপ্তরের পদস্থআধিকারিকেরা বলেন, কিভাবে ভারতীয় রেল, কেন্দ্রীয় খাদ্য নিগমকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আমদানি – রপ্তানির ক্ষেত্রে সহযোগিতা করছে। পাশাপাশি ভারতীয় খাদ্য নিগম কিভাবে সাধারণ মানুষের সুবিধার্থে চাল, ডাল, গম সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী মজুত করে রাজ্য সরকারের কাছে হস্তান্তর করেছে, এরকম সমস্ত বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের অবগত করা হয়।

 

ভারতীয় খাদ্য নিগমের মালদা ও দক্ষিণ দিনাজপুর রেঞ্জের ডিভিশনাল ম্যানেজার প্রবাল কুমার ব্যানার্জি জানিয়েছেন, করোনা কাল থেকে মানুষের খাদ্য সংকট দূর করতে ভারতীয় খাদ্য নিগম কিভাবে কাজ করে চলেছে তার উপর একটি সেমিনার হয়েছে। এক্ষেত্রে সাধারণ মানুষ এবং স্কুলের ছাত্র-ছাত্রীদের সব কিছু ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা করা হয়েছে। করোনা সংক্রমণে ভারতীয় খাদ্য নিগমের যে অগ্রণী ভূমিকা পালন করেছিল, সে ব্যাপারে এদিন এই কর্মশালার মাধ্যমে তুলে ধরা হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top