বাঁকুড়া – ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে লাগাতার বৃষ্টির প্রভাবে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে। এর ফলে মুণ্ডেশ্বরী নদীর জলস্তর গতকাল রাত থেকে দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং প্রবল স্রোত সৃষ্টি হয়।
প্রবল স্রোতের চাপের কারণে খানাকুলের কাবিলপুর এলাকার বাঁশের সাঁকোর শক্তি কমে যেতে শুরু করে। বর্তমানে এই বাঁশের সাঁকো বিপদজনক অবস্থায় রয়েছে। যেকোনো মুহূর্তে প্রবল স্রোতে এটি ভেসে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাঁশের সাঁকো ভেঙে পড়লে কাবিলপুর, চব্বিশপুর, লাউসার, পাঁচারুল, খানাকুলসহ পার্শ্ববর্তী এলাকাগুলোর বহু মানুষজন যোগাযোগ বিঘ্নিত হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ভোগের সম্মুখীন হতে পারেন।
স্থানীয়রা দ্রুত স্থায়ী ও নিরাপদ সেতু নির্মাণের দাবি জানাচ্ছেন, যাতে এই ধরনের দুরবস্থার পুনরাবৃত্তি এড়ানো যায়।
