নিজস্ব সংবাদদাতা,চন্দ্রকোনা,২৮ শে জুন: খাবারে বিষক্রিয়া আক্রান্ত শতাধিক। জানাযায় চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের কামারপাড়া এলাকায় পুজো উপলক্ষে খাওয়ানো হয়েছিল প্রসাদ ।আর প্রসাদ খাওয়ার পরই অসুস্থ হয়ে এক এক করে হসপাতালে চিকিৎসাধীন প্রায় শতাধিক। জানাযায় মঙ্গলবার গ্রামের পুজো উপলক্ষে করা হয় অন্ন ভোগ, আর সেই অন্ন ভোগ খাবার পরে বুধবার সকাল থেকে এক এক করে পায়খানা বমি নিয়ে ভর্তি হতে থাকে ক্ষীরপাই গ্রামীণ হসপাতালে।বর্তমানে তা গিয়ে দাঁড়ায় শতাধিক, দ্রুত স্বাস্থ্য দপ্তরের টিম যায় কামার পাড়া এলাকায়। হসপাতাল সূত্রে খবর প্রাথমিকভাবে জানা যাচ্ছে খাবার থেকে বিষক্রিয়া হয়েছে, বুধবার দুপুর থেকে এক এক করে শুক্রবার সকাল পর্যন্ত প্রায় দুই শত জনের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে, এর মধ্যে ৪০ জনের অবস্থা গুরুতর হয় তাদের ভর্তি রয়েছে হাসপাতাল*।
খাবারে বিষক্রিয়া আক্রান্ত শতাধিক
খাবারে বিষক্রিয়া আক্রান্ত শতাধিক
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram