কিভাবে খামার তৈরি করবেন ? আপনার হাঁস ও মুরগির জন্য একটি ভালো ঘর তৈরি করতে হবে। নতুন ঘরে সব কিছু প্রয়োজনীয় সুবিধা রাখতে হবে। ঘরে বয়লার পোল্ট্রির জন্য প্রায় ২.৫ বর্গফুট এবং লেয়ার পোল্ট্রির জন্য প্রায় ৪ বর্গফুট জায়গা দরকার। প্রত্যেক প্রাণীর জন্য প্রায় ৪ বর্গফুট জায়গা দরকার। সঠিক পরিমাণে ঘরে আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে।
আপনি কেমন মুরগির বাচ্চা কিনবেন?
আপনার সবকিছু প্রস্তুতি শেষ হলে, আপনাকে ভালো মানের মুরগির বাচ্চা কিনতে হবে। এবং তাদের যত্ন নিতে হবে। আপনার যদি কোন অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি মুরগির বাচ্চা দের সংখ্যা সর্বনিম্ন রাখুন।
মুরগির বাচ্চা প্রতিপালন
হাঁস মুরগি চাষের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ সুষম খাদ্য প্রদান। ডিম থেকে সদ্য ফুটন্ত বাচ্চার উদর গহ্বরে কুসুমের কিছু অংশ থেকে যায় । তাই প্রথম দুই তিন দিন কোন খাদ্য ছাড়াই বাচ্চাগুলি বেঁচে থাকতে পারে ।খাদ্যের গুণগত মান, খাদ্য সংরক্ষণের ব্যবস্থা, খাদ্য গ্রহণের পরিমাণ, প্রতি কেজি খাদ্যের দাম, খাদ্য হজমের দক্ষতা প্রভৃতি খাদ্য ব্যবস্থাপনার অন্তর্ভূক্ত।
আর ও পড়ুন কিভাবে মুরগির বাচ্চা বড় করবেন
খাদ্য খরচ মোট উৎপাদন ব্যয়ের প্রায় ৬০-৭৫% এবং খাদ্যের গুনাগুণ ও মূল্যের ওপর লাভলোকসান নির্ভর করে। সেজন্য খামার ব্যবস্থাপনায় খাদ্যের গুরুত্ব অনেক বেশি। কিন্তু বাসস্থানের পরিবেশ অনুকূল ও আরামদায়ক না হলে শুধু খাদ্য দিয়ে তার অভিষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। তেমনি খামার রোগমুক্ত না হলেও তা লাভজনক হবে না। তাই খাদ্য সংগ্রহ করা সহজ কি না এবং খাদ্যের মূল্য ন্যায্য কি না তা বিবেচনা করে খামার স্থাপন করতে হবে।
উল্লেখ্য, আপনার হাঁস ও মুরগির জন্য একটি ভালো ঘর তৈরি করতে হবে। নতুন ঘরে সব কিছু প্রয়োজনীয় সুবিধা রাখতে হবে। ঘরে বয়লার পোল্ট্রির জন্য প্রায় ২.৫ বর্গফুট এবং লেয়ার পোল্ট্রির জন্য প্রায় ৪ বর্গফুট জায়গা দরকার। প্রত্যেক প্রাণীর জন্য প্রায় ৪ বর্গফুট জায়গা দরকার। সঠিক পরিমাণে ঘরে আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে।