খামারে যৌথ মাথার বাছুর জন্ম দিল এক গাভী

খামারে যৌথ মাথার বাছুর জন্ম দিল এক গাভী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২১ ফেব্রুয়ারি, গরুর আবার দু-মুখ।বাস্তবে যে দু-মুখ গাভী দেখা সম্ভব, তা হয়তো অবিস্বাশ্যকর। তাই যখন ভাস্করের গরু এই ‘মিউট্যান্ট বাছুরকে’ জন্ম দিয়েছে তখন তিনি অবশ্যই অবাক হয়েছিলেন।যা দেখে সকলেই হতবাক।

জানা গিয়েছে, গত সপ্তাহে কেরালার পারসাল্লা গ্রামে ভাস্করের খামারে যৌথ মাথার বাছুর জন্ম দেয় এক গরু।ছোটটির চারটি চোখ, দুটি মুখ, এবং এক জোড়া কান ছিল। খামারে এরূপ এক নতুন সদস্যের জন্য ভাস্করের খামারটি পর্যটকদের বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে। দু’টি মাথা রয়েছে বলে বাছুরটি প্রাকৃতিকভাবে দুধ পান করতে পারছে না, কৃষককে প্রতিদিন তাকে বোতল থেকে দুধ খাওয়াতে হয়।দুর্লভ বাছুরটি দেখার জন্য আশেপাশের গ্রামগুলি থেকে বহুজন দেখতে ভিড় জমিয়েছে সেই খামারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top