খালি হাতে গোখরো ধরতে গিয়ে কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু

খালি হাতে গোখরো ধরতে গিয়ে কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


ভাইরাল – মধ্যপ্রদেশের ইনদওরে চাঞ্চল্যকর ঘটনা। বিষধর গোখরো খালি হাতে ধরতে গিয়ে প্রাণ হারালেন কনস্টেবল সন্তোষ সিংহ। সাপ ধরতে দক্ষ বলে কর্মস্থলে তাঁর খ্যাতি ছিল। কিন্তু সেই দক্ষতাই কাল হয়ে দাঁড়াল শনিবার রাতে।

পুলিশ সূত্রে খবর, ইনদওরের প্রথম ব্যাটালিয়নে ১৭ বছর ধরে কর্মরত ছিলেন সন্তোষ। সাপ দেখলেই তাঁকে ডাকা হত উদ্ধার করতে। সেদিন রাতেও পুলিশের ঘোড়ার আস্তাবলে দেখা মেলে এক গোখরোর। কোনও প্রতিরক্ষামূলক সরঞ্জাম ছাড়াই খালি হাতে সাপ ধরে ফেলেন তিনি। তখনই সাপটি ছোবল হানে তাঁর হাতে।

সঙ্গে সঙ্গেই সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু বহু চেষ্টা করেও তাঁকে বাঁচানো যায়নি। চিকিৎসকেরা সেদিন রাতেই মৃত ঘোষণা করেন।

ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। দেখা যাচ্ছে, সাপ ধরার সময় অত্যন্ত নির্ভার ছিলেন সন্তোষ। এমনকি ছোবল খাওয়ার পরও হাতের আঙুল মুখে পুরে বিষ বের করার চেষ্টা করতে দেখা যায় তাঁকে।

নেটিজেনদের অনেকে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, ‘‘সুরক্ষা ছাড়া সাপ ধরা বোকামি।’’ আবার কারও মতে, ‘‘এই মৃত্যু প্রমাণ করল, বিষধর সাপ ধরতে অভিজ্ঞতা নয়, সঠিক সাবধানতাই জরুরি।’’

পেশাদার সাপুড়েরা জানিয়েছেন, প্রতিবার সাপ ধরা সহজ নয়। যথাযথ সরঞ্জাম ছাড়া সাপের মোকাবিলা করা বিপজ্জনক। কনস্টেবল সন্তোষের মৃত্যু তারই এক দৃষ্টান্ত হয়ে রইল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top